দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছে, এবার দেশে স্বাভাবিক বর্ষা হতে চলেছে। সময় ক্রমশ বর্ষার শুরু দিকেই এগিয়ে চলেছে। সাধারণভাবে দেশের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষা ঢোকে ১ জুনের আশপাশের সময়ে। তবে তার আগে বর্ষার প্রবেশ হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।
অন্ধ্র উপকূলে শক্তি হারিয়ে এই মুহূর্তে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। তবে এর প্রভাব রয়েছে। উপকূল অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। কেরল-মাহে-লাক্ষাদ্বীপে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরী এবং কাড়াইকালে ১২ ও ১৪ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।