31 C
Kolkata
Sunday, June 26, 2022
More

  আগামীকাল ভারত বনধের ডাক ! একাধিক দাবি সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশনের

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :

  আবারও ২৫ মে ভারত বনধের ডাক। ভোটে ইভিএম-র ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে ভারত বনধের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন। কেন্দ্রের জনগণনা প্রক্রিয়ার আপত্তি জানিয়ে গোটা দেশে বনধের ডাক। সংগঠনের দাবি, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়কে জনগণনায় অন্তর্ভুক্ত করতে হবে।

  সম্প্রতি জনগণনা নিয়ে বড় ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ”দেশের পরবর্তী গণনা হবে ডিজিটাল আদমসুমারি। জনগণনা হবে ডিজিটালি। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, পরবর্তী জনগণনার পদ্ধতিই আগামী ২৫ বছরের নীতি নির্ধারণ করবে।” এই পদ্ধতিতে জাত ভিত্তিক গণনা বাদ পড়েছে বলে অভিযোগ। জাত ভিত্তিক গণনাকে অন্তভুর্ক্ত করার দাবি।

  শুধু জাত ভিত্তিক জনগণনা নয়, ইভিএম-এর ব্যবহার বন্ধের মতো একাধিক দাবিতে ভারত বনধের সিদ্ধান্ত। তাদের দাবি গুলি হল, নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না, জাত ভিত্তিক আদমসুমারি, বেসরকারি ক্ষেত্রে SC/ST/OBC সংরক্ষণ, কৃষকদের ফসলে নূন্যতম সহায়ক মূল্যের নিশ্চয়তা। এছাড়া NRC/CAA/NPR-র করার ভাবনা বাতিল। পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় শুরু করা, মধ্যপ্রদেশে ও ওড়িশা পঞ্চায়েত নির্বাচনে ওবিসি-এর আসন সংরক্ষণের দাবি ছাড়াও বলা হয়েছে পরিবেশ রক্ষার নামে উপজাতিদের উচ্ছেদ করা চলবে না।

  ১ এপ্রিল ২০২১ জনগণনা এবং NPR সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা সংক্রমণ পরিস্থিতিতে NPR আপডেট এবং জনগণনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কোভিডের তৃতীয় ঢেউ কাটিয়ে এপ্রিল থেকে স্বাভাবিক হচ্ছে দেশের পরিস্থিতি। এবার বহুদিন ধরে বকেয়া থাকা জনগণনার কাজ সেরে ফেলতে চায় কেন্দ্র।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  আগামী সোমবার খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ২৭ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু...

  পুজোর বাকি ১০০ দিন ! অধীর আগ্রহে অপেক্ষায় বাঙালি

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পুজোর বাকি ১০০ দিন। এখন থেকেই পুজোর প্ল্যানিং ? এখনও ঢের বাকি ! না,...

  দুর্বল মৌসুমী বায়ু ! অনিশ্চিত বর্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : মৌসুমি বায়ু ঢুকলেও দক্ষিণবঙ্গে দুর্বল হয়ে পড়ল। আগামী কয়েকদিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা দেখছেন না...

  আরেকটা করোনা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে রাজ্য ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্যে ভয়াবহ আকার নিল করোনা। এক লাফে ৭০০ পার করল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক...

  এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দাস ।

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো বিরাটির সিভিক ভলেন্টিয়ার বিপ্লব...