দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট গুলিও ‘বাকস্বাধীনতার’ অধিকারের আড়ালে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করে। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, মৌলিক অধিকার শুধুমাত্র সেই সব নাগরিকের জন্য ঢাল হতে পারে, যাঁরা আইন মেনে চলেন এবং আইনি প্রক্রিয়াকে সম্মান করেন।
বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং অনিরুদ্ধ বসুর বেঞ্চ গত সপ্তাহে রায় দিয়েছিল মৌলিক অধিকারের প্রতি যে কোনও দাবি ন্যায্যভাবে করা যাবে না যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজে আইনের প্রক্রিয়ার প্রতি অনুগত না হন। এই রায়টি এমন একটি মামলায় এসেছিল যেখানে একজন অভিযুক্ত, যিনি মহারাষ্ট্র সরকারের অপরাধ-বিরোধী আইনের প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করেছিলেন।