দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৭’ সেপ্টেম্বর লাদাখ সীমান্তের প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চীনা সেনাদের লক্ষ্যকরে গুলি চালায়নি ভারতীয় বাহিনী। বরং চীনই শূন্যে গুলি চালিয়েছে, ভারতীয় সেনার বিবৃতি উদ্ধৃত করে দিল্লি জানালো বেজিং কে। ভারতীয় সেনাবাহিনী তাঁদের বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “অযথা আগ্রাসী মনোভাব দেখিয়ে চুক্তি ভঙ্গ করছে বেজিং। ভারতীয় জওয়ানরা লাদাখ সীমান্তে দীর্ঘ চার তিন চার মাস ধরে প্রবল সংযম দেখিয়েছেন এবং দায়িত্বশীল ও পরিণত ব্যবহার করেছেন।”
প্রসঙ্গত, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সোমবার গুলি চলার ঘটনার পর, চিনের প্রতিরক্ষা মন্ত্রক অভিযোগ করে যে, দু-তরফের সেনার মুখোমুখি অবস্থানে গুলি চলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে পি এল এ’ এর ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র কর্নেল জাং শুইলি বলেন, সোমবার প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে, শেনপাও পাহাড়ের কাছে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে এবং চীনা সেনাদের লক্ষ্য করে গুলিও চালায়। তবে তারাও যে পালটা পদক্ষেপ করে, শুইলি সেটাও স্বীকার করে নেন। কিন্তু লালফৌজও যে গুলি চালিয়েছে, তা প্রকাশ্যে স্বীকার করেনি। ওপর কর্নেল জাং শুইলি বলেন, লাল ফৌজের টহলদারির সময় ভারতীয় সেনার তরফে হুমকি দিয়ে গুলি ছোড়া হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল করতে চিনা বাহিনীকে পালটা পদক্ষেপ করতে বাধ্য করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রীর আমন্ত্রণে রাজনাথ সিং এর সাথে সৌজন্য মূলক বৈঠকের পরও পূর্ব লাদাখে পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। লাদাখ এর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পারদ কমেনি, বরং বার বার লাল ফৌজ অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গিয়েছে আর তারই ফের প্রমাণ মিললো সোমবার রাতে। ওই দিন রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির শব্দ শোনা যায়। তবে তাতে জুন মাসের মত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে ওই দিন ভারতের তরফে ‘ওয়ার্নিং শট’ করা হয়েছে। কিন্তু ভারতের তরফ থেকে আসা গুলির প্রত্তুত্তর দিয়েছে কিনা লালফৌজ, তা বিবৃতিতে পরিষ্কার করেনি বেজিং।
তবে চিনের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। বিবৃতি বলা হয়েছে, ‘সেনাবাহিনী, কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে যেখানে আলোচনার প্রক্রিয়া চলছে, তারই মধ্যে PLA বারবার চুক্তি ভঙ্গ করছে এবং আগ্রাসী মনোভাব দেখাচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৭ সেপ্টেম্বর LAC বরাবর আমাদের অবস্থানের কাছাকাছি আসার চেষ্টা করে পিএলএ। আমাদের বাহিনীর কাছে বাধা পেয়ে বাহিনীকে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছোড়ে তারা। যদিও আমাদের বাহিনী অসীম সংযম ও পরিণত এবং দায়িত্বশীল আচরণ করেছে।’
বাহিনীর দাবি, ‘ভারতীয় সেনা শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও তারা দায়বদ্ধ। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের মানুষদের ভুল পথে চালিত করার জন্যই এই বিবৃতি দিয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড।’