দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ প্রায় তিন মাস হতে চললো সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন, কিন্তু তাঁর স্মৃতি এখনো অমলিন। মুম্বাই পুলিশের গা ঢিলেমি দিয়ে তদন্ত, দেশ জুড়ে সোসাল মিডিয়ায় বিপ্লব শেষমেষ দেশের তিনটি সর্বোচ্চ এজেন্সির আগমন আজ সেই মামলা থেকে অনেকটাই পর্দা উঠিয়েছে।অবশেষে সুশান্ত মৃত্যু রহস্য মামলায় মাদক সংগ্রহ ও বিক্রি সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারটিকস কন্ট্রোল ব্যুরো
।
সুশান্ত সিং এর মৃত্যু রহস্যের জট সম্পুর্ণ না খুললেও সিবিআই, ইডি আর এনসিবি ময়দানে নামতেই একে একে গ্রেপ্তার হয়েছে এই মামলার সাথে যোগ থাক ড্রাগ লেনদেন মামলায় রিয়া চক্রবর্তী’র ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন অ্যাকাউন্টেন্ট স্যামুয়েল মিরান্ডা। এবার ইডি’র নজরে থাকা এই রহস্যের মূল মাথা রিয়া আজ গ্রেপ্তার হলো।
উল্লেখ্য, বিহার পুলিশের সাথে মুম্বাই পুলিশের পেশাগত রেষারেষি চরমে পৌঁছলে তা শীর্ষ আদালত অবধি গড়ায়। এমন কী এই মামলার সাথে যুক্ত গ্রেপ্তার হওয়া রিয়া দেশের সব থেকে দামী উকিল দিয়েও শীর্ষ আদালতের রায় দেশের মানুষ ও সুশান্তের অনুরাগীদের দাবি কে ঠেকিয়ে রাখতে পারেনি। প্রথমে ইডি, তারপর সিবিআই আর শেষে এনসিবি। আর এরপর থেকেই একের পর এক নয়া মোড় নেয় এই মামলা।
প্রসঙ্গত, সুশান্ত সিং মৃত্যু রহস্যে জড়িত মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া চক্রবর্তী কে তিনদিন টানা জেরার পর অবশেষে নরকোটিক্স কন্ট্রোল ব্যুরো সিদ্ধান্তে আসেন যে তিনি দায়ী। দিন দুয়েক আগেই অভিনেত্রীর সাথে শৌভিকের মাদক সংক্রান্ত কিছু হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গেছে রিয়া প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে এই মাদক সংগ্রহে জড়িত ছিল। সূত্রের খবর রিয়া চক্রবর্তী এনসিবি কে এদিন বলেন, “আমি যা করেছি সুশান্তের জন্যে করেছি।”