দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ঘটেছে সমস্ত জল্পনার অবসান। BJP-র পাশাপাশি বিরোধীরাও ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধীদের পছন্দ অটলবিহারী বাজপেয়ী জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা প্রচার যুদ্ধে নামার আগে কে কোন অবস্থায় দাঁড়িয়ে ? তা একবার দেখে নেওয়া যাক —-
নিজের দলের প্রার্থীকে সরাসরি জেতাতে হলে BJP-র যে ভোট দরকার, তা কেন্দ্রের শাসক দলের কাছে এই মুহুর্তে নেই। প্রয়োজনের তুলনায় ২ শতাংশ কম ভোট রয়েছে তাদের। আর মোদী-শাহের প্রথম টার্গেট নবীন পট্টনায়কের BJD, অন্ধ্রপ্রদেশের জনগমোহন রেড্ডি এবং তেলঙ্গানার TRS-র মতো দল গুলি। ওডিশার ভূমিকন্যা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে BJD-র ভোট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এবার বাকি থাকবে জগনমোহন রেড্ডি ও KCR। বিরোধীদের প্রার্থী বাছাইয়ের বৈঠকে যোগ দেননি KCR এবং জগনমোহন রেড্ডি। ফায়দা লোটার চেষ্টায় কেন্দ্রর শাসক দল। এই তিন দলের ভোট BJP-র দিকে গেলেই, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত।
চলতি বছরেই গুজরাট ও হিমালচলে বিধানসভা নির্বাচন। বছর ঘুরতেই রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তীশগড় সহ বেশ কয়েকটি রাজ্যে। দ্রৌপদী রাষ্ট্রপতি নির্বাচিত হলে শুধু দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন না, গুজরাট সহ একাধিক রাজ্য যেখানে আদিবাসী ভোটার রয়েছেন, সেখানে আদিবাসী ভোট BJP-র পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে।