দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিগত কদিন ধরেই কঙ্গনা বনাম মহারাষ্ট্র সরকারের সংঘাত প্রকাশ্যে বিতর্ক তৈরি করেছে। একদিকে কঙ্গনা যখন মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করছেন, অন্যদিকে সঞ্জয় রাউত কঙ্গনা কে মুম্বাই এলে দেখে নেওয়ার ফতোয়া জারি করছেন। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু নিয়ে কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্য’র বিপরীত জবাব সেই সাথে ড্রাগ যোগে রিয়া ও শৌভিকের জেলযাত্রা এক কথায় গত কালও মুম্বাই সরগরম ছিল
সেসব নিয়ে। কিন্তু আজ ছবিটা পাল্টে গেল ব্যক্তিগত রেষারেষিতে।
সঞ্জয় রাউতের দল কেন্দ্রীয় সরকারের ‘Y’ ক্যাটেগরী সিকিউরিটি ভেদ করতে না পারলেও, গত কাল থেকেই কঙ্গনাকে হাতে না মেরে ভাতে মারার প্ল্যান করেছে। গতকাল ই কঙ্গনা টুইটারে ভিডিও পোস্ট করে জানিয়েছিল যে একদল NCP সমর্থক তাঁর মুম্বাই অফিসে ভাঙচুর চালাচ্ছে। আর আজ স্বয়ং বিএমসি দ্বায়িত্ব নিয়ে, বুল ডোজার দিয়ে ভাঙলো কঙ্গনার মণিকর্ণিকা ফিল্ম এর কাজের জন্যে তৈরি করা অফিস।
কোভিড-১৯ এর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় অভিনেত্রী ইতিমধ্যেই চণ্ডীগড় পৌঁছে গেছেন। আজ তিনি মুম্বাই এলেন। কিন্তু তাঁর মুম্বাই পৌঁছনোর আগেই বিএম সি অভিনেত্রীর তাঁর অফিসটি বেআইনি জানিয়ে ভাঙার কাজ শুরু করে দিলো। এই অফিসটি মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত।
উল্লেখ্য বিএমসি গতকাল এই প্রযোজনা সংস্থাটির অফিসের কিছু কাঠামোগত খুঁত খুঁজে পায় এবং সেই প্রশ্নের ভিত্তিতে ২৪ঘণ্টার মধ্যে কঙ্গনাকে জবাব দিতে বলা হয়। কঙ্গনা জবাব দিলেও তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি বৃহনমুম্বাই পুরসভা এবং তারপরই আজ বুধবার এই অফিস ভাঙার কাজ শুরু হয়।
উল্লেখ্য, মঙ্গলবারই অভিনেত্রীর অফিসে কাজ বন্ধের নির্দেশ দেয় বিএমসি। সেই তিন পাতার একটি নোটিশে ৮-১০টি পয়েন্ট উল্লেখ করা হয়। এবং সেখানে বলা হয় যে কাঠামোগত কিছু নিযম লঙ্ঘনের জন্যই তাঁর অফিস ভাঙ্গা হচ্ছে। যদিও বিএমসি’র এই ধরণের পদক্ষেপ নিয়ে কঙ্গনার আইনজীবীর মত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু বিএমসি তাঁর এই কথা উড়িয়ে বলেন যে কঙ্গনা তাদের নোটিশ পাওয়ার পরেও অফিসে কাজ চালু রেখেছিলেন।
এই প্রসঙ্গে বৃহনমুম্বাই পুরসভার তরফে অ্যাসিস্টেন্ট কমিশনার বিনায়ক ভিসপুতে জানান, “আমরা আজই ভাঙার কাজ শুরু করবো। ৮-১০টি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এটি ভাঙার পর পরবর্তীতে আইন মেনে বিএমসি আরও ব্যবস্থা নেবে।”
তবে বিশেষজ্ঞদের মতে, মহারাষ্ট্র সরকারের এতদিন পরে মনে পড়লো যে ওই অফিসটি বেআইনি! যা রাজ্য বনাম নারী’র লড়াইকেই সামনে আনছে। কঙ্গনা ঠিক না ভুল সে বিচার আদলত করবে তবে যে সংঘাত সামনে উঠে আসছে তা মুম্বাইয়ের মানুষ ও সরকারের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। তবে অনেকের মতে সুশান্ত সিং এর মৃত্যু রহস্যের তদন্তে ব্যর্থ মুম্বাই পুলিশের হতাশা এখন মহারাষ্ট্র সরকারের হতাশা হয়ে ফুটে উঠছে যে কারণে কঙ্গনাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছে সরকারের মন্ত্রী, আমলা আর এখন সংস্থাও!