দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২৫ অক্টোবর। অর্থাৎ দীপাবলির পরের দিন হবে এই সূর্যগ্রহণ। ওইদিন আবার রয়েছে গোবর্ধন পুজোও। ভারতীয় সময় অনুযায়ী, ২৫ অক্টোবর বিকেল ৪টে ২৯ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে ৫টা ২৪ মিনিট পর্যন্ত। ওই দুই উৎসবে কি সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে ?
পঞ্জিকা অনুসারে, ২৪ অক্টোবর বিকাল ৫টা ২৯ মিনিট থেকে ২৫ অক্টোবর বিকেল ৪টে ২০ মিনিট পর্যন্ত চলবে কার্তিক মাসের দীপান্বিতা কালীপূজা অমাবস্যা তিথি। একই সঙ্গে দীপাবলির পরের দিন কার্তিক শুক্লা প্রতিপদে উদযাপিত হবে গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব।
এছাড়া ওই দিন প্রদোষ ব্রত পুজার সময় বিকেল ৫টা ৫০ থেকে রাত্রি ৮টা ২২ পর্যন্ত। এ সময়ে প্রদোষ ব্রতর পূজো করা যেতে পারে।
বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২৫ অক্টোবর। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই ভারতে এর সুতক সময়কাল থাকছে না।
দীপাবলির পরের দিন হতে চলেছে এই সূর্যগ্রহণ। তাই দীপাবলি ও গোবর্ধন পুজোয় এর কোনও প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে।