দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার ৯৫ হাজার পার রেকর্ড সংক্রমণ দেশে। ২৪ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৯৫হাজারের বেশি। যা একদিনের নিরিখে সর্বোচ্চ। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৪ লক্ষ্য। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৯৫হাজার ৭৩৫ জন। এই নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৪।
উল্লেখযোগ্য ভাবেই মঙ্গলবারের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে বুধবারে। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের। গতকাল সেই সংখ্যাটা ছিল ১হাজার ১১৫। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫ হাজার ৬২জন।
যদিও বেড়েছে সুস্থতার হারও। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৪ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৭৭.৭শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯লাখ ১৯ হাজার ১৮জন। ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে ব্রাজিল কে পিছনে ফেলে বিশ্বের করোনা সংক্রমণের মানচিত্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) জানিয়েছে দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৩৪৯ জন। সক্রিয় আক্রান্ত ২ লাখ ৫৩ হাজার ১০০জন। মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশে। সেখানে সক্রিয় আক্রান্ত ৯৭ হাজার ২৭১। তারপর রয়েছে কর্নাটক। এখানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪লাখ ২১হাজার ৭৩০। সক্রিয় আক্রান্ত ৯৯হাজার ৪৮৯। আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই উত্তরপ্রদেশ ও তামিলনাডুও। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৯ হাজার ৭৫৯ জনের। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৪৩৩ জনের।