দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গুজরাট বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করবে BJP। প্রাক নির্বাচনী সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, দুই তৃতীয়াংশ আসন পাবে গেরুয়া শিবির। ধরাশায়ী হতে চলেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি শিবির। গুজরাট বিধানসভা নির্বাচনের এই প্রাক নির্বাচনী সমীক্ষা দেখে উজ্জীবীত পদ্ম শিবির।
আর মাত্র ৭২ ঘণ্টা। ১ ডিসেম্বরে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। তার আগে প্রাক নির্বাচনী সার্ভে করল ABP-CVoter সংস্থা। তাদের সার্ভে জানাচ্ছে, ফের একবার বিপুল সংখ্যক জনসমর্থন নিয়ে গুজরাটে ক্ষমতায় আসতে চলেছে BJP। দুই তৃতীয়াংশ ভোটের সমর্থনে বড় জয় পাবে গেরুয়া শিবির। ১৮২ সংখ্যার গুজরাট বিধানসভায় ১৩৪ থেকে ১৪২টি আসন পাবেন মোদী-শাহরা।
উল্লেখ্য, ডিসেম্বরের ১ এবং ৫ তারিখে দু’টি পর্বে বিধানসভা নির্বাচন হবে গুজরাটে। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। গুজরাটের প্রচারে ঝড় তুলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। একাধারে ব়্যালি, রোড-শো, জমসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহরা। গত ছয়বার বিধানসভা নির্বাচনে লাগাতার জয় পেয়েছে BJP। এবারও গুজরাটে নিজেদের রেকর্ড ধরে রাখবে মোদী-শাহের দলই।
ধরাশায়ী হতে চলেছে আম আদমি পার্টি এবং কংগ্রেস শিবির। এমনটাই প্রকাশ পেয়ে প্রাক নির্বাচনী ফলাফলের রিপোর্টে। ২০১৭ সালের নির্বাতনে গুজরাটে ৯৯টি বিধানসভা আসনে জয় পেয়েছিল BJP। কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। এবারের সার্ভে অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৮ থেকে ৩৬টি আসন। কেজরিওয়ালের দল পেতে পারে ৭ থেকে ১৫টি আসন।