দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সপ্তমবারও বিজেপি সরকার। মোদী-শাহের রাজ্যে এবারও ক্লিন স্যুইপ পেতে চলেছে BJP। বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত। গুজরাটের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে গেরুয়া শিবির। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলছে ১৮২ আসনের গুজরাট বিধানসভায় অনায়াসেই জয় পাবেন BJP। আম আদমি পার্টির কংগ্রেসের ভোট কাটলেও তেমন কোনও সুবিধা করতে পারবেন না।
জন কি বাত বুথফেরত সমীক্ষা —
জন কি বাতের বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, BJP পেতে পারে ১২৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৩টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ১০টি আসন।
পি মার্কিউ বুথফেরত সমীক্ষা —-
পি মার্কিউ-এর বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, BJP পেতে পারে ১৩৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৬টি আসন। অরবিন্দ কেজরিওয়ালের আপের ঝুলিতে যেতে পারে ৬টি আসন।
টিভি ৯ বুথফেরত সমীক্ষা —–
BJPপেতে পারে ১২৮টি আসন। কংগ্রেস এবং আপ পেতে পারে যথাক্রমে ৪৫ এবং ৪টি করে আসন।
১৮২ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে অন্তত ৯২ আসন। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই দেখাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে গেরুয়া শিবির।
আগামী ৮ ডিসেম্বর দুই রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা। জানা যাবে কে যাচ্ছে মসনদে।