দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা । খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় বক্সের ওঠে রয়কৃষ্ণার হাতে বল লাগে । পেনাল্টি পায় মোহনবাগান । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি দিমিত্রি।
কিন্তু হাফ টাইমের ঠিক আগেই বেঙ্গালুরুর হয়ে পেনাল্টিতে গোল করেন সুনীল ছেত্রী । ম্যাচের ৭৮ মিনিটে বেঙ্গালুরুকে গোল করে এগিয়ে দেয় রয়কৃষ্ণা । সবাই যখন ধরে নিয়েছিল ফাইনাল জিতছে বেঙ্গালুরু ম্যাচ তখন হয়ে গাছে ৮৫ মিনিট আর ঠিক সেই সময় পেনাল্টি পায় মোহনবাগান । গোল করতে ভুল করেনি দিমিত্রি ।
খেলার ৯০ মিনিটে ফলাফল থাকে ২-২ । খেলার এক্সট্রা টাইমেও কোনো দল গোল করতে পারেনি । খেলা হয় টাইব্রেকারে । বিশাল কাইথের অনবদ্য সেভে ট্রফি জিতে নিলো মোহনবাগান ।