দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা দেশে BJP-র আসন সংখ্যার টার্গেট। ঢোক গিলছেন বাংলার গেরুয়া নেতারা। তাঁদের ভাগে কত পড়বে ? আপাতত জল মাপছেন তাঁরা। কিন্তু কত দিন ? দিল্লি থেকে তাড়া শুরু হয়েছে, দ্রুত পাঠাতে হবে লোকসভা ভোটের কেন্দ্রওয়াড়ি পর্যালোচনা।
লোকসভা ভোটের কথা মাথায় রেখে ‘হাওয়া’ বুঝতে কেন্দ্রীয় নেতাদের ঘোরানো হচ্ছে নানা রাজ্যে। তাঁরা নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। সঙ্গে চলছে সাংগঠনিক ভাবে দুর্বল রাজ্য গুলোয় বুথ শক্তিশালী করার কর্মসূচি।
‘হাওয়া’ যেমনই থাক, আক্রমণাত্মক কৌশলেই আস্থা রাখছেন শাহ, নাড্ডারা। তাই, ২০২৪-র লোকসভা ভোটে তাঁদের স্লোগান— ‘আব কি বার ৪০০ পার।’ সমস্যায় পড়েছেন বুথ কমিটি নিয়ে হিমশিম খাওয়া বঙ্গ-BJP নেতৃত্ব।