দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির উপদ্রব। ডেঙ্গি প্রতিরোধে দেশীয় একটি সংস্থা ভ্যাকসিন তৈরির বরাত দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সংস্থাটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে চলছে বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে।
ভারতীয় সংস্থা Panacea Biotech ভ্যাকসিনটি তৈরি করছে বলে ICMR তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে সংস্থাটি প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষের মুখে। আগামী কয়েক মাসের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে বলে বুধবার জানায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। Panacea Biotech এবং ICMR-এর যৌথ উদ্যোগে ডেঙ্গির ভ্যাকসিনটি তৈরি হচ্ছে।