দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
‘আধা-চাঁদ’-এর খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আদতে এটি একটি গ্রহাণু। পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু আসলে এটি মহাকর্ষীয়ভাবে সূর্যের সঙ্গে আবদ্ধ। এর নাম 2023 FW13। সম্প্রতি এটি মহাকাশ উত্সাহীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা হাওয়াইয়ের হালেকালা আগ্নেয়গিরির শীর্ষে প্যান-স্টারস টেলিস্কোপ ব্যবহার করে এই পর্যবেক্ষণ করেন। এই মহাকাশ শিলার আবিষ্কার করেন। এটিকে ‘আধা-চাঁদে’র তকমা দিয়েছেন তাঁরা।
স্কাই অ্যান্ড টেলিস্কোপের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের বিশ্বাস, ১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অন্তত আরও ১,৫০০ বছর ধরে এটি এভাবেই প্রদক্ষিণ চালিয়ে যাবে। প্যান-স্টারস অবজারভেটরি প্রথম ২৮ মার্চ এই গ্রহাণুর খোঁজ পায়।