দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চালু করা হল হেল্প লাইন নম্বর। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638 2217, খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর হল 8972073925/9332392339, বালাসোর ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322 এবং শালিমার ডিভিশনের জন্য 9903370746।
দুর্ঘটনায় বিপদগ্রস্ত যাত্রীদের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর হল 6782262286। যে কোনও রকমের সাহায্যের জন্য এই নম্বরে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একটি মালগাড়ি ও ট্রেনটি কোনও ভাবে একই লাইনে চলে আসায় এই বিপত্তি।