37 C
Kolkata
Monday, June 5, 2023
More

    আবার ও শ্বাস কষ্টে ভুগছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ভর্তি এইমস এ

    দ্য ক্যলকটা মিরর ব্যুরো: এইমস হাসপাতাল থেকে বাড়ি ফেরার সপ্তাহ দুয়েকের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হলো অমিত শাহ কে। তাঁর পরিবার সুত্রে খবর শনিবার গভীর রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্যে তাঁকে অ্যাডমিট করা হয়েছে। বর্তমানে তিনি এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রয়েছেন।

    উল্লেখ্য, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বেশ সংযমী হলেও তাঁর ডায়াবেটিস রয়েছে। তবে এই মূহুর্তে অমিত জি’র শরীরের প্রকৃত সমস্যা কী তা এইমস মেডিক্যাল বুলেটিন প্রকাশ করলে তবেই স্পষ্ট ভাবে জানা যাবে।

    উল্লেখ্য, এর আগে গত ২’রা আগস্ট অমিত শাহ টুইট করে জানিয়েছিলেন যে তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে। এরপর তাঁকে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।অবশেষে ১৪’ই আগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসলে সেদিন তিনি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।”

    কিন্তু তখনও বাড়ি ফেরার দিন তিনেক বাদেই ১৭ আগস্ট রাতে তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। তখন ও তাঁকে এই নয়াদিল্লির এইমস হাসপাতালেই ভর্তি করা হয়। তখনও গতকাল রাতের মতই নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাই প্রথমেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শাহের সিটি স্ক্যান হয়।

    সেই সিটি স্ক্যান রিপোর্ট এ দেখতে পাওয়া যায় তাঁর বুকে সংক্রমণ রয়েছে, যে কারণে তাঁকে এইমসে ভর্তি করা হয়। সেখানেই কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কিছু দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে গত ৩১’শে আগস্ট তিনি বাড়ি ফেরেন। এর ঠিক ১২ দিনের মাথায় তাঁকে ফের এইমসে ভর্তি করতে হয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত পরিবারের সন্তানদের পাশে দাঁড়ালেন ভীরু।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকাহত সমগ্র বিশ্ব। টুইটার - ফেসবুকে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে ক্রীড়া ব্যাক্তিত্বরা।

    নতুন জার্সিতে নিজেকে রাজা মনে হবে : বিরাট কোহলি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সম্প্রতি ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জার্সি ও অন্যান্য সরঞ্জামের দায়িত্ব নিয়েছে...

    করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা ! বিপদগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন চালু করল রেল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চালু করা হল হেল্প লাইন নম্বর। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638...

    ‘আধা-চাঁদ’-এর খোঁজ পেলেন বিজ্ঞানীরা !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : 'আধা-চাঁদ'-এর খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আদতে এটি একটি গ্রহাণু। পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু আসলে এটি...

    ভয়াবহ দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস। মৃত্যু শতাধিক।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস মৃত অন্তত ১০০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার...