দ্য ক্যলকটা মিরর ব্যুরো: এইমস হাসপাতাল থেকে বাড়ি ফেরার সপ্তাহ দুয়েকের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হলো অমিত শাহ কে। তাঁর পরিবার সুত্রে খবর শনিবার গভীর রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্যে তাঁকে অ্যাডমিট করা হয়েছে। বর্তমানে তিনি এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রয়েছেন।
উল্লেখ্য, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বেশ সংযমী হলেও তাঁর ডায়াবেটিস রয়েছে। তবে এই মূহুর্তে অমিত জি’র শরীরের প্রকৃত সমস্যা কী তা এইমস মেডিক্যাল বুলেটিন প্রকাশ করলে তবেই স্পষ্ট ভাবে জানা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ২’রা আগস্ট অমিত শাহ টুইট করে জানিয়েছিলেন যে তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে। এরপর তাঁকে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।অবশেষে ১৪’ই আগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসলে সেদিন তিনি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।”
কিন্তু তখনও বাড়ি ফেরার দিন তিনেক বাদেই ১৭ আগস্ট রাতে তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। তখন ও তাঁকে এই নয়াদিল্লির এইমস হাসপাতালেই ভর্তি করা হয়। তখনও গতকাল রাতের মতই নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাই প্রথমেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শাহের সিটি স্ক্যান হয়।
সেই সিটি স্ক্যান রিপোর্ট এ দেখতে পাওয়া যায় তাঁর বুকে সংক্রমণ রয়েছে, যে কারণে তাঁকে এইমসে ভর্তি করা হয়। সেখানেই কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কিছু দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে গত ৩১’শে আগস্ট তিনি বাড়ি ফেরেন। এর ঠিক ১২ দিনের মাথায় তাঁকে ফের এইমসে ভর্তি করতে হয়েছে।