দ্য ক্যলকটা মিরর ব্যুরো: কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে কঠোর সুরক্ষা এবং প্রোটোকলের মধ্যে রবিবার সারা দেশে ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (NEET) অনুষ্ঠিত হচ্ছে। ১৫ লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। সারা দেশে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) অনুষ্ঠিত হওয়ার দিন কয়েক পর এই নিট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষার আয়োজক সংস্থা নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন করার জন্যে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং একটি কক্ষে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস ।
উল্লেখ্য গত মে মাসেই NEET পরীক্ষা নির্ধারিত ছিল কিন্তু কোভিড-১৯ এর কারণে লকডাউন ঘোষণা হওয়ার কারণে এই পরীক্ষা পরবর্তি দুটি নির্দিষ্ট তারিখে দুইবার স্থগিত করা হয়েছে। প্রথমে এটি নির্ধারিত ছিল ৩’রা মে তারিখে যা স্থগিত করা হয়, আবার ২৬ জুলাই তারিখটিও স্থগিত করার পড়ে অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে ১৩ সেপ্টেম্বর অর্থাত্ আজ নির্ধারিত হয়।
এনটিএ-র নির্দেশ অনুযায়ী, আমাদের রাজ্যেও এই পরীক্ষা পরিচালনা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র গুলিতে থার্মাল স্ক্রিনিং, স্যানিটেশনের মতো সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার আদর্শে ৬ ফুট ব্যবধানে দুই প্রার্থীর বসার আসনের ব্যবস্থা করা হয়েছে বলে রাজ্য শিক্ষা দপ্তর সুত্রে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি ইউনিটের মুখ্য পরিচালক অধীর বাবু বলেন, “উপসর্গ যুক্ত ছাত্রছাত্রীদের জন্য, আমাদের আইসোলেশন ইউনিট আছে যেখানে তারা তাদের পরীক্ষা দিতে পারবে। আইসোলেশন ইউনিটের ইনভিজিলেটররা পিপিই কিট পরে থাকবে। আমরা অভিভাবকদের ক্যাম্পাসে ঢুকতে দেব না। এর পাশাপাশি এনটিএ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
অধীর বলেন, রাজ্যের প্রস্তাবিত সাপ্তাহিক লকডাউন স্থগিত করার জন্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে। উল্লেখ্য, আগামী কাল থেকে কলকাতায় অফিসিয়াল ভাবে মেট্রো চলাচল করলেও, আজ পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে শুধুমাত্র পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের জন্যে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে।