দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে করোনাভাইরাস মহামারী সামলানো নিয়ে মোদী সরকারের তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন যে ভারতের জনগণকে ‘আত্মনির্ভর’ (স্বনির্ভর) হতে হবে এবং ‘নিজেদের জীবন নিজেকেই বাঁচাতে হবে কারণ প্রধানমন্ত্রী একটি ময়ূর নিয়ে ব্যস্ত আছেন।’ তিনি প্রধানমন্ত্রীকে “অপরিকল্পিত ভাবে লকডাউন” করার জন্য কটাক্ষ করেছেন। তিনি এই ধরণের অবিবেচনামূলক কাজকে “একজনের অহংকারের উপহার” বলে অভিহিত করেছেন।
আজ সকালে পোস্ট করা একটি টুইটে রাহুল লিখেছেন, “ভারতের করোনাভাইরাসের ঘটনা এই সপ্তাহে ৫০ লাখ ছাড়িয়ে যাবে এবং সক্রিয় মামলা ১০ লাখ ছাড়িয়ে যাবে। একজনের অহংকারের উপহার হিসেবে অপরিকল্পিত লকডাউন ছিল , যার ফলে সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। মোদী সরকার বলেছে “স্বনির্ভর হোন (আত্মনির্ভর)… যার মানে “নিজের জীবন নিজেই বাঁচাও” কারণ প্রধানমন্ত্রী একটি ময়ূর নিয়ে ব্যস্ত।
গান্ধী তার টুইটে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ময়ূরের সাথে মোদী’র ভিডিওর কথা উল্লেখ করেছেন। শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে নেপথ্যে চলা হিন্দি একটি কবিতার সাথে প্রধানমন্ত্রী মোদী তার লোক কল্যাণ মার্গের বাসভবনে ময়ূরের সাথে সময় কাটাচ্ছেন। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে সকালের অনুশীলনের সময় পাখিটিকে শস্য খাওয়াতে দেখা যাচ্ছে, অন্যদিকে আরেকটি ক্লিপে তাকে তাঁর বাসভবনের ভেতরে একজোড়া ময়ূরী’র সাথেও দেখা যাচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ‘আত্মনির্ভর’ হওয়ার গুরুত্বের উপর জোর দিচ্ছেন। কোভিড-১৯ সংকটের জন্য মোট ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজের নাম করণ করা হয়েছে ‘আত্মনির্ভর ভারত অভিযান’।
গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসের ৯২,০৭১টি নতুন কেসের সাথে ৪৮ লক্ষ ছাড়িয়ে গেছে। রবিবার ১,১৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, দেশের সর্বমোট মৃতের সংখ্যা ৭৯,৭২২ জনে দাঁড়িয়েছে।