32 C
Kolkata
Monday, May 29, 2023
More

    সংসদের বাদল অধিবেশনের প্রথমদিনেই ২৫ জন সাংসদ করোনা পজিটিভ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সচিবালয়ের কর্মকর্তাদের সূত্র মারফত জানা গিয়েছে সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ২৫ জন সংসদ সদস্য করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন।

    করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে জুনিয়র রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি, বিজেপির মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে, পরভেশ সাহেব সিং, রীতা বহুগুণা জোশী এবং কৌশল কিশোর রয়েছেন।

    সংসদের উচ্চকক্ষে কংগ্রেস দলের দীপেন্দ্র সিং হুডা এবং নারানভাই জে রাথওয়া, বিজেপির অশোক গাস্তি এবং অভয় ভরদ্বাজ, এআইএডিএমকে-র এ নবনীতাকৃষ্ণান, আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্ত, টিআরএস-এর ভি লক্ষ্মীকান্ত রাও এবং এআইটিসির শান্তা ছেত্রিও করোনা পজিটিভ।

    লেখি পরে টুইট করেন যে তিনি বর্তমানে সুস্থ আছেন। তিনি সম্প্রতি তার সংস্পর্শে আসা লোকজনকে অনুরোধ করেছেন করোনাভাইরাস রোগের জন্য পরীক্ষা করার জন্য।

    লেখি টুইটে লিখেছেন -” সংসদের রুটিন সিওভিড এবং জিনোম পরীক্ষার পর এটা নিশ্চিত করা হয়েছে যে আমি এই ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছি। আমি বর্তমানে সুস্থ এবং সজ্ঞানে আছি। আমি সবাইকে অনুরোধ করছি যারা সম্প্রতি আমার সাথে যোগাযোগ করেছে তাদের পরীক্ষা করার জন্য। আমরা সকলেই একসাথে করোনাকে পরাজিত করব।”

    ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বলেছে যে তারা সপ্তাহান্তে সংসদ সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের ২,৫০০ এর ও বেশী নমুনা পরীক্ষা করেছে।

    কর্মকর্তারা জানান, সংসদ সদস্যদের জন্য আগামী সপ্তাহ পর্যন্ত বিপরীত ট্রান্সক্রিপ্টাজ-পলিমারাসে চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পরীক্ষা, যা করোনাভাইরাস রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে সঠিক হিসেবে বিবেচনা করা হয়, তা অব্যহত থাকবে।

    যদিও এই ভাইরাল রোগ অধিবেশনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তবুও অনেক সিনিয়র সংসদ সদস্য এই প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিলম্বিত অধিবেশনের প্রথম দিনে ৩৫৯ জন সদস্য উপস্থিত ছিলেন, প্রায় ২০০ জন লোকসভা কক্ষে উপস্থিত ছিলেন এবং ৩০ জনের সামান্য বেশি দর্শক কক্ষে প্রধান কক্ষের উপরে অবস্থিত ভিজিটর্স গ্যালারিতে বসেছিলেন। দূরত্ব নিশ্চিত করতে সদস্যদের বেঞ্চের সামনে প্লাস্টিকের ঢাল বসানো হয়।

    লোকসভা কক্ষের একটি জায়ান্ট টিভির পর্দায় দেখা যাচ্ছে খুব কম সংখ্যক সদস্য রাজ্যসভার কক্ষে আসন দখল করছে, অন্য ভেন্যুতে যেখানে নিম্নকক্ষের সংসদ সদস্যদের শারীরিক দূরত্বের কথা মাথায় রাখা হয়েছে। যে বেঞ্চে সাধারণত ছয় জন সদস্যের বসার পরিকল্পনা ছিল সেখানে মাত্র তিনজনকেই বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সংসদ অধিবেশন দুটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে- সকালে রাজ্যসভা এবং বিকেলে লোকসভা- উভয় কক্ষের সদস্যদের নিয়ে দুটি কক্ষ এবং গ্যালারি জুড়ে ছড়িয়ে আছে। তবে উদ্বোধনী দিনে, লোকসভা সকালের শিফট এবং বিকেলে রাজ্যসভা অনুষ্ঠিত হয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...