দ্য ক্যালকাটা মিরর: ফের দিল্লির মন্ত্রীসভায় করোনার প্রবেশ। দিল্লির কেজরিওয়াল সরকারের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। টুইটের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন, সোমবার হাল্কা জ্বর আসায় তিনি করোনা পরীক্ষা করান, যার রিপোর্ট পজিটিভ এসেছে। এর পাশাপাশি তিনি লিখেছেন,’আমি নিজেকে আইসোলেট করে রেখেছি। বর্তমানে জ্বর বা অন্য কোনও সমস্যা নেই। আমি পুরোপুরি ভাল আছি। আপনাদের সমস্ত প্রার্থনা ও শুভেচ্ছায় দ্রুত সুস্থ হয়ে আমি শীঘ্রই কাজে ফিরব’।
বলা বাহুল্য, দিল্লির বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়, যেখানে সিসোদিয়ার জ্বরের কারণে ওই অধিবেশনে অনেকেই অংশ নেননি। শুধু মনীষই নন, এর আগেও দিল্লির আরও ৩ বিধায়কও করোনায় সংক্রমিত হন। দিল্লি বিধানসভার অধিবেশন (সোমবার) শুরু করার আগে ১৮০ জনের র্যাপিড পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩ জন বিধায়ক কোভিড পজিটিভ বলে জানা যায়। যাদের মধ্যে ছিলেন বিধায়ক গিরীশ সনি, প্রমিলা টোকাস এবং বিশেষ রবি।
অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।আক্রান্তের ক্ষেত্রে রেকর্ড গড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে পদার্পণ করেছে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২,০৭১ জন। ভাইরাস বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭ জন।
তবে ভারতে করোনা নমুনা পরীক্ষার হাড় বেড়ছে। ফলে দৈনিক সংক্রণের হিসেব চিন্তা বাড়ালেও আশা দেখাচ্ছে সুস্থতার হার। দেশে সুস্থতার হার ৭৮ শতাংশ।দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থায় যে দেশ গুলো রয়েছে তাদের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু অন্যতম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মহারাষ্ট্র।