দ্য ক্যালকাটা মিরর: রাশিয়া তে অনুষ্ঠিত জাতীয় সুরক্ষা পরামর্শদাতাদের বৈঠকে মাঝপথে ঝামেলা বাধালো পাকিস্তান। ভুল ম্যাপ প্রদর্শন করল ভারতের চিরপ্রতীদন্ধি এই পড়শি রাষ্ট্র। আর এই ঘটনার প্রতিবাদে ভার্চুয়াল বৈঠক ত্যাগ করেন অজিত ডোভাল। বৈঠকে প্রকাশিত পাকিস্তানের ম্যাপে দুই দেশের সীমান্ত ভুল ভাবে আঁকা ছিল। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানান ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র শ্রী অনুরাগ শ্রীবাস্তব।
শ্রীবাস্তব জানান- ওই বৈঠকে পাকিস্তানের এনএসএ (NSA) ভুয়ো ম্যাপ প্রদর্শন করেন। তাঁর অভিযোগ এদিন উদ্যোক্তা রাশিয়ার দেওয়া গাইডলাইনস ভঙ্গ করেছে পাকিস্তান। আর পাকিস্তানের সেই ধৃষ্টতা দেখে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক থেকে বেরিয়ে যান ডোভাল।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পাকিস্তান যে ম্যাপ প্রকাশ করেছে সেটিই এদিন SOC বৈঠকে দেখানো হয়। কিন্তু বিতর্ক তৈরির জন্যেই ইচ্ছাকৃতভাবে ভারতের একটি অংশ পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে। যা স্কো চার্টারের গাইডলাইন বিরোধী। ভারতের পক্ষ থেকে আপত্তি জানানোর পর উদ্যোক্তা রাশিয়া পাকিস্তানকে বারবার অনুরোধ করে ওই বিতর্কিত ম্যাপ প্রদর্শন বন্ধ করতে।
জানা গিয়েছে রাশিয়ার এনএসএ নিকোলাই পত্রুশেব ডোভালকে বলেন তিনি যেনো এই বিষয়ে কিছু মনে না করেন। পাকিস্তানের এই গাইডলাইন বিরোধী কাজকে রাশিয়া কখনোই সমর্থন করেনা এবং যাতে এই ধরণের ঘটনার জন্য ভারত ভবিষ্যতে স্কো-এর সভা থেকে বিরত না থাকে, তারও আবেদন করেন নিকোলাই। ডোভালকে ভবিষ্যতের বৈঠকগুলিতে নিকোলাই দেখতে চান বলেও জানান ।
উল্লেখ্য, এই বছরের আগস্টের ৪ তারিখ কাশ্মীরের একাংশ, লাদাখ ও গুজরাতের একাংশকে নিজেদের দেশের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন ম্যাপ প্রকাশ করেছে পাকিস্তান। যদিও সেটিকে তখনই খারিজ করে দিয়েছে ভারত।
প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানের কোনও এনএসএ নেই। ইমরান খান পরিচালিত পাকিস্তান সরকারের জাতীয় সুরক্ষা সম্পর্কিত বিশেষ সহায়ক মইদ ইউসুফ এই সব বৈঠকে যান। এদিন টুইটারে তিনি দুক্ষ প্রকাশ করে জানান যে ভারতীয় প্রতিনিধি (অজিত ডোভাল) বৈঠক থেকে উঠে চলে যাওয়ায় তাঁর খারাপ লেগেছে। কারণ তাঁর মতে এই পুরো সভাটি হল দুই দেশের নিরাপত্তা পারিষদের মধ্যে যোগসূত্র বৃদ্ধি করার মাধ্যম। যদিও এই বিষয়ে ডোভাল কোনরকম মন্তব্য করেন নি।