দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ ৪২ বছর পর সুদক্ষ কারুকার্য করা বহু মূল্যবান এই রাম-সীতা ও লক্ষ্ণণের মূর্তি ভারত সরকারের হাতে ফিরিয়ে দিল ব্রিটেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে তামিলনাড়ুর নাগাপাতিন্নামের একটি বিষ্ণু মন্দির থেকে এই তিনটি মূর্তি চুরি হয়েছিল। ব্রিটেনের তরফে তা ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো ভারতে পৌঁছে গিয়েছে।
জানা গিয়েছে, এই মূর্তিগুলি পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে এই মূর্তিগুলির মূল্য অপরিসীম। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং পটেলের উপস্থিতিতে মূর্তিগুলি তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ু সরকারের হাতে।
উল্লেখ্য, তামিলনাড়ুর মন্দির থেকে মূর্তিগুলি খোয়া যাওয়ার পর,জলপথে পাচার হয়ে সেটি লন্ডনে পৌঁছেছিল। এর পর সম্প্রতি ভারতীয় দূতাবাসের কাছে ওই মূর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে আসে। খবর পেয়ে লন্ডন পুলিশের সাহায্যে ওই মূর্তিগুলির উদ্ধার করা হয়।
তবে এখানেই শেষ নয়,এই সূত্র ধরেই নানা যায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ আরও বেশ কিছু প্রাচীন ভারতীয় দেবদেবীর মূর্তি উদ্ধার করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। ১৯৯৮ সালে রাজস্থানের বারোলির গতেশ্বর মন্দির থেকে চুরি হয়ে যাওয়া নবম শতাব্দীর প্রতিহার বংশের সময়কার একটি ৪ ফুটের শিবের মূর্তিও ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সেই মূর্তিও ফিরিয়ে দেওয়া হয়েছে রাজস্থান সরকারের হাতে। লন্ডনের একজন মূর্তি সংগ্রাহকের কাছ থেকে ওই মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে বলে সুত্র মারফত খবর ।