দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রতিবারের মতোই এবারেও প্রধানমন্ত্রী’র জন্মদিনে দেশ বিদেশ থেকে শুভেচ্ছা’র বন্যা বইছে। আজ মোদী জি’র ৭০’তম জন্মদিনে প্রথমেই তাঁকে শুভেচ্ছা জানান পার্শ্ববর্তী দেশ নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি। ওলি বলেন, “সম্পর্কের বুনিয়াদ শক্ত করতে দুই দেশ কথাবার্তা চালাবে।”
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গুজরাত সরকার ১৬০০ কোটি টাকার প্রকল্প লঞ্চ করছে। বৃহস্পতিবার অর্থাত ১৭ই সেপ্টেম্বর গান্ধিনগর থেকে ওই প্রকল্পের ই-লঞ্চ করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। এই প্রকল্পের আওতায় রয়েছে গুজরাতের ৩৩টি জেলার ৭০টি জায়গায় একাধিক প্রকল্প।
এই প্রকল্পের পাশাপাশি,গো-ভিত্তিক অর্গ্যানিক চাষে কৃষকদের উত্সাহিত করার জন্য প্রতিমাসে ৯০০ টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হবে। ৪ হাজার ৯০০ কৃষকের জন্য ১.৩২ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। গুজরাত সরকারের মূললক্ষ্য হলো ২ লক্ষ কৃষকের কাছে পৌঁছনো। যার জন্য বরাদ্দ হয়েছে ৮০ কোটি টাকা। মোদির জন্মদিন উপলক্ষে অন্য এক প্রকল্পে আদিবাসী অধ্যুষিত নর্মদা জেলার সগবরা ও দেদিয়াপাড়ায় জল প্রকল্প, সঙ্গধ তালুকের ২০৫টি গ্রাম, দেশবাসীকে উত্সর্গ করা হবে।
তৃতীয় প্রকল্পটি হলো রাজধানী গান্ধিনগরে ২৪ ঘণ্টা জল সরবরাহের। বর্তমানে ৬.৫ কোটি লিটার জলের সরবরাহের বদলে তা বাড়িয়ে করা হচ্ছে প্রতিদিন ১৬ কোটি লিটার জল।এর জন্য মোট খরচ হচ্ছে ২১৯ কোটি টাকা। এছাড়া IIM-আহমেদাবাদ, IIT-গান্ধিনগর, GSRTC,গুজরাত গ্যাস সহ একাধিক সংস্থার সঙ্গে ১০টি মউ স্বাক্ষর করছে গুজরাত সরকারের জলবায়ু পরিবর্তন দফতর। এই দফতরটি নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন শুরু করা হয়েছিল ।
প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দিত বিজেপি’র সকল সদস্য। দলীয় কর্মীরা প্রধানমন্ত্রীর ৭০ বছরের জন্মদিন উপলক্ষে ‘সেবা সপ্তাহ’ পালন করছে। এই সেবা শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর আর চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই ‘সেবা সপ্তাহ’ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানাচ্ছেন,’এই বিশেষ সাম্মানিক কর্মসূচী উপলক্ষ্যে বেছে নেওয়া হয়েছে ৭০টি জায়গাকে।এই ৭০টি জায়গায় ফল বিতরণ করা হবে দুঃস্থজনের মধ্যে। স্বচ্ছতার কর্মসূচি চালানো হবে। ৭০ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষকে প্রয়োজনীতার সাপেক্ষে সরঞ্জাম দেওয়া হবে’।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।