দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ATM থেকে টাকা তোলার নিয়মে সামান্য বদল আনলো এসবিআই। এবার থেকে দিনের যে কোনও সময় (২৪ ঘণ্টা) ওটিপি দিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারবেন এই ব্যাংকের গ্রাহকরা। যদিও আগেও এই পরিষেবা উপলব্ধ ছিল তবে তা দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্যে।
এসবিআই সূত্রে জানা গিয়েছে এই পরিষেবায় দশ হাজার টাকা বা তার বেশি টাকা তুলতে গেলে ফোনে একটি ওটিপি আসবে। ফোনের ওটিপি এটিএম স্ক্রিনে ইনপুট করার ব্যবস্থা আছে। ওটিপি ইনপুট করলে তবেই টাকা তুলতে পারবেন গ্রাহক। সে জন্য গ্রাহকের মোবাইল নং টি এসবিআই এ রেজিস্টার করা বাধ্যতামূলক, সেই সাথে এটিএম এ টাকা তোলার সময়েও সেই মোবাইল নং টি গ্রাহকের মোবাইল ফোনে থাকতে হবে।
উল্লেখ্য, আজ পর্যন্ত শুধু রাত আটটা থেকে সকাল আটটা অবধি এই পরিষেবা চালু ছিল। কিন্তু ১৮ সেপ্টেম্বর অর্থাত্ আগামী কাল থেকে এই পরিষেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। প্রসঙ্গত, এই মোবাইল ওটিপি দিয়ে টাকা তোলার ব্যবস্থা শুরু হয়েছিল এই বছরের পয়লা জানুয়ারি। এবার সেই প্রক্রিয়াকে ২৪X৭ করল ভারতের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই।
ব্যাংক কতৃপক্ষের আশা যে এই ব্যবস্থার ফলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে অ্যাকাউন্ট সুরক্ষা সংক্রান্ত নিরাপত্তা অনেকটাই বাড়বে। এর ফলে প্রবীণ ও তুলনামূল্ক কম সচেতন গ্রাহকরা প্রতারকদের হাত থেকে বাঁচতে পারবেন। বিশেষত যে সব দুর্বৃত্তরা এটিএম কার্ড ক্লোনিং বা স্কিমিং করে, এই পরিষেবা চালু হয়ে যাওয়ার ফলে তারা আর টাকা লুট বা লোপাট করতে পারবে না, কারণ শুধু কার্ড থাকলেই হবে না , রেজিস্টার্ড মোবাইল নং এ মেসেজের মধ্যমে আসা ওটিপিও ইনপুট করতে হবে।
নয় নিয়মে যেভাবে টাকা তুলবেন: একবার এসবিআই এটিএমে গিয়ে কার্ড সোয়াইপ করার পর দেখতে পাবেন একটি ওটিপি উইন্ডো আসবে। একবার কার্ড এটিএম এ পাঞ্চ করা হলে নিজের থেকেই আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি চলে আসবে। মোবাইলের মেসেজ খুলে ওটিপি টা দেখুন এবার হুবহু সেটা এটিএম স্ক্রিনে ইনপুট করতে হবে। এরপর ভেরিফায়েড হয়ে গেলেই টাকা তোলার জন্য পুরোনো পন্থা অবলম্বন করতে হবে।
তবে মনে রাখবেন এই পরিষেবা শুধুমাত্র এসবিআই কার্ড ও এসবিআই এটিএমেই পাওয়া যাচ্ছে। তাই টাকা তোলার জন্যে অন্য ব্যাঙ্কের এটিএমে গেলে এই ওটিপি ইনপুটের সুযোগ পাবেন না। তাই স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষার জন্যে এসবিআই এটিএম থেকেই টাকা তুলুন।