দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিধিভঙ্গের অভিযোগে প্লে স্টোর থেকে নামিয়ে নেওয়ার কয়েক ঘণ্টা অপেক্ষার পরে ফের Google Play স্টোরে প্রত্যাবর্তন Paytm-এর। অনলাইন স্পোর্টস বেটিং এর নিয়ম ভাঙার অভিযোগ অ্যাপটিকে ব্যান করেছিল গুগল। যে কারণে গতকাল দুপুরে প্লে স্টোর থেকে `হটাৎ করেই উধাও হয়ে যায়। এই ঘটনায় উদ্বেগ ছড়ালেও google এবং Paytm উভয়ই ব্যবহারকারীদের আশ্বস্ত করেছিল যে, যাদের মোবাইলে আগে থেকেই paytm আছে তাদের চিন্তার কিছু নেই। তবুও কেন্দ্রীয় সরকার যেভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান করছিল অনেকেই এটাকে তার অঙ্গ হিসেবেই মনে মনে করছিলেন।
অবশেষে গ্রাহকদের স্বস্তি দিয়ে গতকাল রাতেই গুগল প্লে স্টোরে স্বমহিমায় ফিরলো Paytm। অ্যাপ্লিকেশন এর পুনর্বহালের খবর জানিয়ে শুক্রবার রাতেই সংস্থার তরফে ট্যুইট করা হয়েছে। তবে গুগল প্লে স্টোরে “Paytm First Games” এখনো ফিরে আসেনি।
সম্প্রতি Paytm অ্যাপ কতৃপক্ষ একটি ‘ফ্যান্টাসি ক্রিকেট টুর্নামেন্টের’ নতুন একটি এডিশন যুক্ত করে তাদের প্ল্যাটফর্মএ। আর এই নতুন আপডেট ঘিরেই গোলমালের সূত্রপাত। আসলে গুগল প্লে’র নিজস্ব নীতি মালায় এই ধরণের গেম যা বাইরের এমন কোনো লিংকে ব্যাবহারকারীকে নিয়ে যায় যেখানে ব্যাবহারকারী কে টাকা দিয়ে বাজি লড়তে প্রলুব্ধ করা হয়, তা নিষিদ্ধ। কারণ গুগল প্লে অনলাইন ক্যাসিনো কে সমর্থন করেনা। এছাড়াও Paytm এর বিরুদ্ধে বেটিংয়ের আসর পাতারও অভিযোগ ওঠে। এই কারণেই Google Play- তে এই অ্যাপ্লিকেশনটিকে ব্যান করা হয়। এই একই ঘটনা ঘটেছে Paytm First Games অ্যাপের ক্ষেত্রেও। যদিও গুগল বন্ধ করলেও অ্যাপেল এর অ্যাপ স্টোর থেকে পেটিএম ডাউনলোড করা যাচ্ছিলো।
যদিও অনলাইন ক্যাসিনো প্রসঙ্গে টেক জায়ান্ট গুগলের এই যুক্তি মানতে নারাজ পেটিএম কর্তৃপক্ষ। সেইসাথে তারা নিজেদের অ্যাপ্লিকেশনে ‘জুয়া’ বা ‘বেটিং’ চালানো সংক্রান্ত অভিযোগও সরাসরি অস্বীকার করেছে। Paytm এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার সাফ কথা, স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্যাশ ব্যাকের অফারকে কোনো ভাবে জুয়া বলা যায় না। পাশাপাশি এই ভুল ধারণা’র বশবর্তী হয়ে প্লে স্টোর থেকে Paytm অ্যাপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, Paytm ব্যাংকিং, অনলাইন শপিং, বিল, রিচার্জ সহ অনেকগুলি পরিষেবা প্রদান করে। সেইসাথে এই অ্যাপ্লিকেশনে ওয়ালেট এর সুবিধা থাকায় গ্রাহক’রা টাকাও রাখতে পারেন। ঐ কারণেই গ্রাহকদের মধ্যে চিন্তা বাড়ছিল।