দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে গিয়ে ৩০ জন সাংসদ করোনা আক্রান্ত হওয়ায় ক্রমবর্ধমান সংক্রমণের জেরে দিন সংখ্যা কমতে পারে সংসদের চলতি বাদল অধিবেশনে। এই মূহুর্তে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫৩ লক্ষ। এমত পরিস্থিতিতে অধিবেশনের দিন সংখ্যা কমিয়ে আনাই বাঞ্ছনীয় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
উল্লেখ্য, দীর্ঘ ছ’মাস পরে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১’লা অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে করা হচ্ছে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হতে পারে ।
পার্লামেন্টের এক শীর্ষ আধিকারিকের সূত্রে জানা গিয়েছে ‘অধিবেশন শুরুর পর থেকে যে ভাবে একের পর এক সাংসদ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তা সরকারকে যথেষ্ট উদ্বেগের মধ্যে রেখেছে। এমত পরিস্থিতিতে অধিবেশনের দিন কমিয়ে আনার বিষয়ে সরকার চিন্তাভাবনা শুরু করছে।’
অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সাংসদদের মধ্যে দলমত নির্বিশেষে শঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যসভার বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে করোনা’র ইতিবাচক পরীক্ষা করানোয় সংসদ চত্বরে যথেষ্ট ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাজ্যসভায় যখন সহস্রবুদ্ধে বক্তব্য রাখেন, সেসময় সভায় উপস্থিত ছিলেন অন্তত দশ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। এদের মধ্যে অশীতিপর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও ছিলেন।
এই রকম সংকটময় ও শঙ্কার পরিবেশে সংসদ না-চালিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় অধ্যাদেশগুলি পাশ করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং ডিএমকে-সহ বিভিন্ন রাজনৈতিক দল।
সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রতি এই দাবি নিয়ে এনসিপি নেতা প্রফুল প্যাটেল ও ডিএমকে নেতা তিরুচি শিবা’র সমর্থনে ডেরেক ও’ব্রায়েন দেখা করেন সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে। কংগ্রেসের তরফেও আলাদা করে এই একই দাবি জানানো হয়েছে।
যদিও কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই আরও কিছুদিন সংসদ চালিয়ে যেতে চাইছে তারা। ইতিমধ্যে সারা দেশে আলোড়ন ফেলা কৃষি বিল নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং সেই দিনটি’র আগে সংসদ রদ করার কোনও ইচ্ছাই কেন্দ্রীয় সরকারের নেই। তবে বিভিন্ন দলের দাবির পরিপ্রেক্ষিতে সম্পুর্ণ বিষয়টি নিয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে সরকারী সূত্র।