দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সরকারি কর্মীদের বিদেশি অনুদান নেওয়া বন্ধ করতে আইন সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্র। রবিবার লোকসভার বাদল অধিবেশনে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) সংশোধন করতে নতুন বিল পেশ করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের মতে, প্রস্তাবিত বিলের প্রধান উদ্দেশ্য এই সংস্কারের মাধ্যমে FCRA-এ উল্লিখিত ক্ষমতার নিয়ন্ত্রণ এবং বিদেশি সূত্র থেকে অনুদান হিসেবে প্রতি বছরে পাওয়া হাজার হাজার কোটি টাকার জনস্বার্থে ব্যয়ের বিষয়ে স্বচ্ছতা ও দায়িত্ববোধ বৃদ্ধির চেষ্টা।
এই সংশোধিত বিলে বিদেশি আর্থিক ( Foreign Fund or Grant) সহায়তা প্রাপ্ত এনজিও (NGO) ও অন্যান্য সংস্থার সমস্ত কর্মীর ক্ষেত্রে আধার (Aadhar) আবশ্যিক করার প্রস্তাব রাখা হয়েছে।
এই বিলে FCRA-র অধীনে অনুদানে পাওয়া বিদেশি অর্থ সাহায্য বিভিন্ন প্রশাসনিক কাজে খরচ করার পরিমাণ ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিলটি পাশ হলে এনজিও’র কাজ কর্মের ওপর সরকারী নজর থাকবে। সমস্যা দেখা দিলে ‘সামারি এনকোয়ারি’র আয়োজন করে আইন অমান্যকারীর বিদেশি সূত্রে প্রাপ্ত অর্থ খরচের উপরে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে কেন্দ্রীয় সরকার।
শুধু তাই নয়, এই সংশোধন বিল পাশ হলে FCRA-এর ৭ নম্বর ধারা অনুযায়ী কোনও সংস্থা (পড়ুন NGO) বিদেশি সূত্রে প্রাপ্ত অনুদানের অর্থ অন্য কোনও সংস্থা (কোম্পানি, ব্যবসা, সংস্থান) অথবা ব্যক্তি বিশেষের নামে টাকা ট্রান্সফারও করতে পারবে না।
প্রসঙ্গত, বিদেশি সূত্রে অনুদান গ্রহণের বিষয়টিকে নিয়ন্ত্রন করতেই FCRA আইন প্রবর্তিত হয়েছিল। এই আইন অনুসারে, জনবিরোধী কাজে বিদেশি অর্থ অনুদান হিসেবে গ্রহণ কোনভাবেই অনুমোদন পাবে না। ২০১১ সালের ১’লা মে এই আইন বলবৎ হয়। কেন্দ্রীয় অর্থ আইন অনুসারে ২০১৬ সালে এই আইনটি প্রথম সংশোধিত হয়। ২০১৮ সালে ফের অর্থ আইনের ২২০ ধারা অনুসারে আইনটি সংশোধন করা হয়। এবার ২০২০ তে নতুন করে সংশোধনের প্রস্তাব রাখলো কেন্দ্র।