দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হোয়াটসঅ্যাপ আমাদের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রাইভেসি, সহজ চ্যাট আর দ্রুত যোগাযোগের এর থেকে ভাল মাধ্যম আর কিছুই নেই, আর এই ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ মেসেজেই বাঙালি জঙ্গিরা যোগাযোগ রাখত তাদের পাকিস্তান ভাইদের সাথে, NIA’এর দিনভর জেরায় উঠে এল এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য।
সূত্র মারফত খবর আল কায়দা যোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ জঙ্গিকে রবিবার দিনভর জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এই জিজ্ঞাসাবাদের রিপোর্ট এ গোয়েন্দারা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে যাবতীয় তথ্যের আদান প্রদান সহ যোগাযোগ রাখত বাঙালি জঙ্গিরা। ওসামা বিন লাদেনের অনুপ্রেরণায় সারা দেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল তারা। সূত্রের খবর সংকেত এলেই আগামিকাল ৬ জনকে নিয়ে দিল্লি রওনা দেবেন NIA গোয়েন্দারা।
উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায় NIA, ধরা পড়ে ৬ সন্দেহভাজন জঙ্গি। তাদেরকে গ্রেফতার করে কলকাতার বিধাননগর দক্ষিণ থানায় রাখা হয়। আজ অর্থাত্ রবিবার সকালে সেখান থেকে ৬ জঙ্গিকে NIA দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান গোয়েন্দারা।
NIA এর এক অধিকারিক সূত্রে খবর, মূলত: কী ভাবে তারা আঞ্চলিক জঙ্গি নিয়োগ করত, কী ভাবে জোগাড় হত এই সংগঠন চালানোর টাকা, কাকেই বা জমা করা টাকা পাঠতো জঙ্গিরা এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা হচ্ছে।
আজ জেরাতে উঠে আসা তথ্যে জানা গিয়েছে, ‘গজবাওয়া-এ -তুল-হিন্দ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে যাবতীয় যোগাযোগ রাখত এই জঙ্গিরা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মোট ২২ জন জঙ্গি সদস্য ছিলেন। NIA ‘এর হাতে গ্রেফতারের আশঙ্কায় সেই গ্রুপ ডিলিট করে দিয়েছে কয়েকজন জঙ্গি। তবে সেই গ্রুপে চলা কথোপকথন ফরেনসিক দপ্তরের সহায়তাতে উদ্ধারের চেষ্টা করছেন গোয়েন্দারা।
গতকাল শনিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেয় NIA। এর পর এদের শারীরিক পরীক্ষা হয়েছে। করোনা পরীক্ষার জন্য জঙ্গিদের লালারসের নমুনা নেওয়া হয়েছে। সম্ভবত সোমবারই সেই করোনা পরীক্ষার রিপোর্ট আসবে। সেই রিপোর্ট হাতে নিয়েই ৬ জঙ্গিকে নিয়ে দিল্লি রওনা দেবেন NIA।
অন্যদিকে আজ রবিবার বিকেলে তথ্য আদানপ্রদানের জন্য CID ও কলকাতা পুলিসের STF-এর আধিকারিকরা, NIA-র দফতরে যান। তবে কী তথ্য আদান প্রদান হয়েছে তা জানা যায়নি। যদিও NIA’এর এই গোপন তল্লাশিতে খুশি নয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের তরফে উষ্মা প্রকাশ করে জানানো হয়েছে, NIA’ এর উচিত ছিল রাজ্যকে সাথে নিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার। যদিও এই বিষয়ে NIA অধিকারিকদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।