30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    বাঙালি তালিবান জঙ্গিদের হোয়াটসঅ্যাপই যোগসূত্র, NIA জেরায় চাঞ্চল্যকর তথ্য

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হোয়াটসঅ্যাপ আমাদের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রাইভেসি, সহজ চ্যাট আর দ্রুত যোগাযোগের এর থেকে ভাল মাধ্যম আর কিছুই নেই, আর এই ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ মেসেজেই বাঙালি জঙ্গিরা যোগাযোগ রাখত তাদের পাকিস্তান ভাইদের সাথে, NIA’এর দিনভর জেরায় উঠে এল এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য।

    সূত্র মারফত খবর আল কায়দা যোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ জঙ্গিকে রবিবার দিনভর জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এই জিজ্ঞাসাবাদের রিপোর্ট এ গোয়েন্দারা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে যাবতীয় তথ্যের আদান প্রদান সহ যোগাযোগ রাখত বাঙালি জঙ্গিরা। ওসামা বিন লাদেনের অনুপ্রেরণায় সারা দেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল তারা। সূত্রের খবর সংকেত এলেই আগামিকাল ৬ জনকে নিয়ে দিল্লি রওনা দেবেন NIA গোয়েন্দারা।

    উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায় NIA, ধরা পড়ে ৬ সন্দেহভাজন জঙ্গি। তাদেরকে গ্রেফতার করে কলকাতার বিধাননগর দক্ষিণ থানায় রাখা হয়। আজ অর্থাত্‍ রবিবার সকালে সেখান থেকে ৬ জঙ্গিকে NIA দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান গোয়েন্দারা।

    NIA এর এক অধিকারিক সূত্রে খবর, মূলত: কী ভাবে তারা আঞ্চলিক জঙ্গি নিয়োগ করত, কী ভাবে জোগাড় হত এই সংগঠন চালানোর টাকা, কাকেই বা জমা করা টাকা পাঠতো জঙ্গিরা এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা হচ্ছে।

    আজ জেরাতে উঠে আসা তথ্যে জানা গিয়েছে, ‘গজবাওয়া-এ -তুল-হিন্দ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে যাবতীয় যোগাযোগ রাখত এই জঙ্গিরা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মোট ২২ জন জঙ্গি সদস্য ছিলেন। NIA ‘এর হাতে গ্রেফতারের আশঙ্কায় সেই গ্রুপ ডিলিট করে দিয়েছে কয়েকজন জঙ্গি। তবে সেই গ্রুপে চলা কথোপকথন ফরেনসিক দপ্তরের সহায়তাতে উদ্ধারের চেষ্টা করছেন গোয়েন্দারা।

    গতকাল শনিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেয় NIA। এর পর এদের শারীরিক পরীক্ষা হয়েছে। করোনা পরীক্ষার জন্য জঙ্গিদের লালারসের নমুনা নেওয়া হয়েছে। সম্ভবত সোমবারই সেই করোনা পরীক্ষার রিপোর্ট আসবে। সেই রিপোর্ট হাতে নিয়েই ৬ জঙ্গিকে নিয়ে দিল্লি রওনা দেবেন NIA।

    অন্যদিকে আজ রবিবার বিকেলে তথ্য আদানপ্রদানের জন্য CID ও কলকাতা পুলিসের STF-এর আধিকারিকরা, NIA-র দফতরে যান। তবে কী তথ্য আদান প্রদান হয়েছে তা জানা যায়নি। যদিও NIA’এর এই গোপন তল্লাশিতে খুশি নয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের তরফে উষ্মা প্রকাশ করে জানানো হয়েছে, NIA’ এর উচিত ছিল রাজ্যকে সাথে নিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার। যদিও এই বিষয়ে NIA অধিকারিকদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...