দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সূত্রের খবর, গালোয়ান প্রদেশে চীনের অবৈধ আগ্রাসন ঠেকাতে আজ (সোমবার) ষষ্ঠ সামরিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে পূর্ব লাদাখে।আজ সেই বৈঠকে মুখোমুখি হবে ভারত ও চীনের কোর-কমান্ডার পদমর্যাদার অফিসাররা। এরই মধ্যে লাদাখের আকাশে রুটিন চক্কর কাটল ভারতীয় বায়ুসেনার নয়া খতরনাক সদস্য রাফাল যুদ্ধবিমান। চীনের সেনাদের কপালে ভাঁজ ফেলে শ্যেন দৃষ্টি হানছে এই যুদ্ধবিমান।
সূত্র মতে লাদেখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) ওপারে অর্থাৎ চীনের অংশের অবস্থিত মলডোতে আজ সকাল ন’টা থেকে সেই সামরিক বৈঠক শুরু হয়েছে। ভারতীয় আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথমবার সামরিক বৈঠকে বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের একজন আধিকারিক বৈঠকে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, গত ১০’ই সেপ্টেম্বর মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলেনর মাঝে সময় বের করে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সৌজন্যমূলক সেই বৈঠকে সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য পাঁচটি বিষয়ে সহমত প্রকাশ করেছিল দুইপক্ষ। মূলত: ওইদিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো, পরিস্থিতি উত্তপ্ত করবে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকা, সীমান্ত সংক্রান্ত বিষয়ে সমস্ত চুক্তি ও প্রোটোকল মেনে চলা, সীমান্তে শান্তি ফিরিয়ে আনার মতো বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছিল।
কিন্তু বৈঠকে সহযোগিতার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। সীমান্তে উত্তেজনাতো কমেইনি বরং উত্তেজনা জিইয়ে রাখতে বিভিন্ন ফন্দি করছে চীন। হয় তারা শূন্যে গুলি ছুঁড়ে ভিয় দেখাচ্ছে নতুবা তারস্বরে পঞ্জাবি গান বাজাচ্ছে। এমনকি লাউডস্পিকারে ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়ে ভুয়ো প্রচার করতেও পিছপা হচ্ছেনা চীন। মস্কোয় দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের সময় ভারতীয় সেনাকে ‘ভয় দেখাতে’ প্যাংগং সো লেকের ধারে ‘সতর্কতামূলক গুলি’ চালিয়েছে PLA ,সেনা সূত্রের খবর।
এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সোমবারের বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন ভারতীয় সেনার লেহের ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চীনের তরফে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ শিনজিয়াং সামরিক এলাকার মেজর জেনারেল লিউ লিন। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘সংঘাতের জায়গা থেকে দ্রুত পুরোপুরি চীনা সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় জোর দেবে ভারত।’ এখন রাফালে দেখে কতটা ভয় পেলো চীনা সেনা সেটা আজ রাতেই পরিষ্কার হবে।