28 C
Kolkata
Monday, October 2, 2023
More

    রাফালে’র শ্যেন নজর চীনে আর ভারতের নজর ষষ্ঠ সামরিক বৈঠকে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সূত্রের খবর, গালোয়ান প্রদেশে চীনের অবৈধ আগ্রাসন ঠেকাতে আজ (সোমবার) ষষ্ঠ সামরিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে পূর্ব লাদাখে।আজ সেই বৈঠকে মুখোমুখি হবে ভারত ও চীনের কোর-কমান্ডার পদমর্যাদার অফিসাররা। এরই মধ্যে লাদাখের আকাশে রুটিন চক্কর কাটল ভারতীয় বায়ুসেনার নয়া খতরনাক সদস্য রাফাল যুদ্ধবিমান। চীনের সেনাদের কপালে ভাঁজ ফেলে শ্যেন দৃষ্টি হানছে এই যুদ্ধবিমান।

    সূত্র মতে লাদেখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) ওপারে অর্থাৎ চীনের অংশের অবস্থিত মলডোতে আজ সকাল ন’টা থেকে সেই সামরিক বৈঠক শুরু হয়েছে। ভারতীয় আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথমবার সামরিক বৈঠকে বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের একজন আধিকারিক বৈঠকে উপস্থিত রয়েছেন।

    উল্লেখ্য, গত ১০’ই সেপ্টেম্বর মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলেনর মাঝে সময় বের করে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সৌজন্যমূলক সেই বৈঠকে সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য পাঁচটি বিষয়ে সহমত প্রকাশ করেছিল দুইপক্ষ। মূলত: ওইদিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো, পরিস্থিতি উত্তপ্ত করবে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকা, সীমান্ত সংক্রান্ত বিষয়ে সমস্ত চুক্তি ও প্রোটোকল মেনে চলা, সীমান্তে শান্তি ফিরিয়ে আনার মতো বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছিল।

    কিন্তু বৈঠকে সহযোগিতার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। সীমান্তে উত্তেজনাতো কমেইনি বরং উত্তেজনা জিইয়ে রাখতে বিভিন্ন ফন্দি করছে চীন। হয় তারা শূন্যে গুলি ছুঁড়ে ভিয় দেখাচ্ছে নতুবা তারস্বরে পঞ্জাবি গান বাজাচ্ছে। এমনকি লাউডস্পিকারে ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়ে ভুয়ো প্রচার করতেও পিছপা হচ্ছেনা চীন। মস্কোয় দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের সময় ভারতীয় সেনাকে ‘ভয় দেখাতে’ প্যাংগং সো লেকের ধারে ‘সতর্কতামূলক গুলি’ চালিয়েছে PLA ,সেনা সূত্রের খবর।

    এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সোমবারের বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন ভারতীয় সেনার লেহের ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চীনের তরফে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ শিনজিয়াং সামরিক এলাকার মেজর জেনারেল লিউ লিন। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘সংঘাতের জায়গা থেকে দ্রুত পুরোপুরি চীনা সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় জোর দেবে ভারত।’ এখন রাফালে দেখে কতটা ভয় পেলো চীনা সেনা সেটা আজ রাতেই পরিষ্কার হবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    চলতি আইএসএলে জয়যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজে থেকে খেলতে নেমেছিল হায়দরাবাদ। তার কারণ এটাই তাদের প্রথম...

    জানেন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি ? উপসর্গ দেখে সতর্ক হোন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেঙ্গির জ্বর মৃদু ও গুরুতর উভয় ধরনের হতে পারে। এমন পরস্থিতিতে এর লক্ষণও...

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...