দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মঙ্গলবার এক টুইটার বিবৃতিতে জানিয়েছেন করোনা মহামারীর পরিস্থিতিতে আগামী ১’লা নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের (২০২০-২১) স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের ক্লাস।
আজ সেই টুইটার পোস্ট এ তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে কমিশন এবং ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের) নির্দেশিকায় অনুমোদন দিয়েছে।’
গুরুত্বপূর্ণ তারিখ :
ক) ভরতি প্রক্রিয়া : ভরতি প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।
খ) প্রথম সেমেস্টারের পঠনপাঠন শুরুর তারিখ : ১ নভেম্বর, ২০২০।
গ) পরীক্ষা গ্রহণের প্রস্তাবিত সময় : ২০২১ সালের ৮ মার্চ থেকে ২৬ মার্চ।
ঘ) সেমেস্টার বিরতি : ২০২১ সালের ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল।
ঙ) দ্বিতীয় সেমেস্টার শুরুর তারিখ : ২০২১ সালের ৫ এপ্রিল।
চ) পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি : ২০২১ সালের ১ অগস্ট থেকে ৮ অগস্ট।
ছ) পরীক্ষার সময় : ২০২১ সালের ৯ অগস্ট থেকে ২১ অগস্ট।
জ) সেমেস্টার ব্রেক : ২০২১ সালের ২২ অগস্ট থেকে ২৯ অগস্ট।
ঝ) এই বছরে শুরু হওয়া ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষের শুরুর তারিখ : ২০২১ সালের ৩০ অগস্ট।
এই সূচির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, শিক্ষা মন্ত্রক জানে যে করোনা পরিস্থিতিতে পড়ুয়ারা কী ধরণের আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সে সমস্যার কথা বিবেচনা করে তাঁরা কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েও যদি পড়াশোনা ছেড়ে দেন তাহলে ভরতি’র জন্যে দেওয়া পুরো অর্থ ফেরত পাবেন। এমনকি মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। সব কিছুই আগামী ৩০’শে নভেম্বরের মধ্যে করতে হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, শুধুমাত্র নতুন শিক্ষাবর্ষে নথিভুক্ত পড়ুয়াদের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা উপলব্ধ হবে।