দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের ভূয়সী প্রশংসা করল। এই সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির ঝিমুনি কাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশিত ‘আত্মনির্ভর ভারত’ অভিযান।
এই প্রসঙ্গে আইএমএফ’এর (IMF) জনসংযোগ বিভাগের অধিকর্তা গেরি রাইস বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর মধ্যে আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় যে আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছিল, তা ভারতীয় অর্থনীতিকে উঠে দাঁড়াতে সহায়তা করেছে এবং তা অর্থনীতির নিম্নমুখী হওয়ার যে ঝুঁকি ছিল, তাও বহুলাংশে প্রশমিত করেছে।’
রাইস আরও জানিয়েছেন যে, ভবিষ্যতে অর্থনীতির দক্ষতা এবং প্রতিযোগিতার মাত্রাকে আরও উন্নত করতে উপযুক্ত নীতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনীতিতে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে বিষয়টি বলেছেন মোদীও। তাঁর (রাইস) মতে , ‘ভারতে মেক ফর দ্য ওয়ার্ল্ডের লক্ষ্য পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল দেশীয় নীতির ক্ষেত্রে অবিচল থাকা। তার ফলে বিশ্বের ভ্যালু শৃংখলা (Value Chain) এ ভারতের অবস্থান মজবুত হতে পারে। আর এ সবই বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তির মাধ্যমে করতে হবে।’
এর পাশাপাশিঅপর একটি প্রশ্নের জবাবে আইএমএফের জনসংযোগ বিভাগের অধিকর্তা জানান, আইএমএফ এর নেতৃত্বে, নীতি আয়োগ এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষায় উঠে এসেছে দেশের দুর্বল কিছু দিক।
সমীক্ষার ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়ায় গিয়েছে যে স্বাস্থ্যের মান আরও উন্নত করার জন্য ভারতকে সেই খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে। উল্লেখ্য, আপাতত দেশের মোট জিডিপির ৩.৭ শতাংশ স্বাস্থ্যখাতে খরচ করা হয়। সেজন্য এই রিপোর্ট এ স্বাস্থ্যক্ষেত্রে বিস্তারিত সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গেরি রাইস।