26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    এবার গঙ্গাতে নতুন ত্রাস অ্যামাজনের ‘সাকার মাউথ ক্যাট ফিশ’, যা গঙ্গার ইকো সিস্টেমের জন্যে ঝুঁকি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গঙ্গা নিজেই এমন একটি নাম যা নিজের মধ্যে অজস্র গোপনীয়তা নিয়ে বসে আছে, কিন্তু আমরা যখন বহমান গঙ্গার কথা বলি, তখন এই নদীর নির্দোষতা ও ধারাবাহিকতা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। যাইহোক, এই লকডাউনে, গঙ্গা নদী খুব শান্ত ও নির্মল ছিল যার অন্যতম কারণ কারখানা গুলি বন্ধ ছিল। এখন আনলক ফেজ শুরু হয়েছে। ফলত: গঙ্গা আবার পুরোনো রূপে ফেরার মুখে। ঠিক এই মূহুর্তে গঙ্গা থেকে একটি মাছ (আমেরিকান ফিশ) পাওয়া গিয়েছে যা সাত সমুদ্রের ওপার থেকেই এসেছে বলে মনে করছে বিজ্ঞানীরা। এই নতুন গঙ্গা অতিথিকে বিজ্ঞানীরা গঙ্গায় বসবাসকারী অন্যান্য আদি জলজ প্রাণীর জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন।

    বস্তুত, গত কয়েকদিনে গঙ্গায় দুজন নতুন অতিথিকে জলরক্ষীদের সাথে সাক্ষাৎ করতে দেখতে পাওয়া যায়, কয়েক সপ্তাহ আগে এই অতিথির একটির রঙ সোনালী ছিল, যাকে আমেরিকান মাছ বলে রিপোর্ট করা হয়। কিন্তু এর পরে আর কয়েকদিন আগে, একই প্রহরীরা আরেকটি রঙিন মাছ খুঁজে পায় গঙ্গা থেকে। এবার, বিজ্ঞানীরা আবার এটিকে নিয়ে খোঁজ খবর করা শুরু করেন, এবং আবিষ্কৃত হয় যে মাছটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ আমেরিকার আমাজন নদীতে পাওয়া একটি ‘সাকার মাউথ ক্যাটফিশ।’ এই মাছ গঙ্গার জলে খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা যারপরনাই বিস্মিত।

    এই মাছটি কে বারাণসীর রমনা অঞ্চলের গঙ্গা নদীতে পাওয়া গিয়েছে। সেই সময় নাবিকরা নদীতে ভ্রমণ করছিলেন। যখন তাদের কাছে এই অদ্ভুত মাছ দেখা দিলো, তারা সেটিকে ধরে ফেলে। এরপর এটি গঙ্গা সেন্টিনেলের কাছে হস্তান্তর করা হয়, যিনি এটি ভু-মত্‍স বিজ্ঞানীদের কাছে নিয়ে যান এবং এটিকে সনাক্ত করেন। সহজ ভাষায়, যদি এই মাছের সংখ্যা গঙ্গাতে বৃদ্ধি পায়, তাহলে যে জলজ প্রাণীরা গঙ্গা পরিষ্কার রাখে তারা ক্ষতির সম্মুখীন হবে ফলে গঙ্গার পবিত্রতা হ্রাস হতে পারে।

    ধারণা করা হয় যে মাছটি গঙ্গার আশপাশের কোনো একটি ঘরোয়া অ্যাকুইরিয়াম থেকে এসেছে, যা কেউ ইচ্ছাকৃত ভাবে গঙ্গায় প্রবেশ করিয়েছে, যা তারপর থেকে বংশানুক্রমে ফুলে ফেঁপে উঠছে। বিজ্ঞানীরা গঙ্গায় এই ধরণের মাছ না রাখার আবেদন জানিয়েছেন। যদি এই ধরনের মাছ গঙ্গায় পাওয়া যায়, তাহলে সেটিকে যেন পুনরায় গঙ্গায় আবার ছাড়া না হয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...