দ্য ক্যালকাটা মিরর: আজ কেন্দ্রের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে। আর সেই ছাড়পত্রকে কেন্দ্র করেই আমেরিকা থেকে অ্যাসল্ট রাইফেল সহ ২২৯০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের আগ্রাসন আর পাকিস্তানের সন্ত্রাসবাদ এই দুই ঠেকানোর জন্যে ভারত সামরিকভাবে প্রস্তুত হচ্ছে ।
সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকা থেকে ৭২ হাজার সিগ সয়ার অ্যাসল্ট রাইফেল কিনতে ভারত খরচ করবে ৭৮০ কোটি টাকা। এর আগেও ৭০০ কোটি টাকা মূল্যের ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল অর্ডার দেওয়া হয়েছি। প্রতিরক্ষামন্ত্রক সুত্রে খবর আমেরিকা সেগুলি চুক্তি অনুযায়ীই ডেলিভারি দিয়েছে।
শুধু রাইফেল নয় এর পাশাপাশি ৯৭০ কোটি টাকা ব্যয়ে অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে যা দেশের নৌ ও বিমান বাহিনীর কাঁধ শক্ত করবে। এছাড়াও যুদ্ধ ক্ষেত্রে নিরাপদ ভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরী করার জন্য অত্যাধুনিক রেডিও সেট কেনা হচ্ছে। যার জন্যে ব্যয় করা হচ্ছে ৫৪০ কোটি টাকা।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী ভারতীয় সেনা ধীরে ধীরে ইনসাস রাইফেলের জায়গায় আমেরিকার সিগ সয়ার রাইফেল ব্যবহার করার দিকে বেশি আগ্রহী। আপাতত ভারতীয় সেনাকে সহায়তা করতে প্রয়োজন আট লাখ রাইফেলের, যেটা ধাপে ধাপে কেনা হচ্ছে আমেরিকা থেকে।