29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    সামনের মাস থেকে ‘গাড়ির কাগজ’ এবার ‘বাড়িতে’ই থাকবে, জানালো কেন্দ্রীয় সরকার

    দ্য ক্যালকাটা মিরর: আগামী মাস থেকে গাড়ি নিয়ে রাস্তায় নামলেও গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশন, পলিউশন কন্ট্রোলের সার্টিফিকেট এবং ইনস্যুরেন্সের কাগজ এবার থেকে সঙ্গে না রাখলেও চলবে গাড়ি চালকদের! হার্ড কপি নয়, এবার নতুন নিয়মে ‘ডিজি লকারই’ ভরসা হচ্ছে গাড়ি চালকদের! উন্নত হচ্ছে ট্রাফিক প্রযুক্তি ব্যবস্থাও।

    প্রযুক্তির ছাপ এখন সব বিষয়েই। এবার ট্রাফিক আইনকেও নিজ আয়ত্তায় আনলো এই নয়া প্রযুক্তির ‘ডিজি ড্রাইভিং’। উন্নত টেকনোলজিকে সঙ্গে নিয়েই পাশ হয়ে গেল নতুন ট্রাফিক সংশোধনী আইন। রাস্তায় চলার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লেই গাড়ির কাগজ দেখানো ছিল বাধ্যতামূলক। যা আইনত বাঞ্ছনীয়ও বটে।তবে এবারে বদল ঘটছে পুরনো নিয়মাবলীর।

    প্রযুক্তির উন্নতির ফলে এই পুরো ব্যবস্থাটাই এবার ডিজিটাল মাধ্যমে হচ্ছে। আমরা জানি যে, ট্রাফিক আইন ভাঙলে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট প্রভৃতি কাগজপত্রগুলি আমাদের কাছে হয়ে ওঠে মহা মূল্যবান সম্পদ। কিন্তু এবার থেকে এদের কোনোটিরই হার্ড কপি সাথে না রাখলেও চলবে। কারণ এবার থেকে সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই হয়ে যাবে এই যাচাই- করণের কাজ। খুব শীঘ্রই এমন নিয়মই চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

    অনেকেই তাড়াহুড়োয় গাড়ির কাগজপত্র নিয়ে বেরোতে ভুলে যান। এই খবর তাদের জন্য অন্ধকারে জ্যোতির মত। ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটরগাড়ি আইন সংশোধন হয়ে নতুন কিছু নিয়ম দেশে লাগু হতে চলেছে আগামী পয়লা অক্টোবর থেকে।

    কেন্দ্রীয় সরকারের ‘এম-পরিবহন’ এবং ‘ডিজি-লকার’ এই দুই ওয়েবসাইটে কেবল গাড়ি চালকদের গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্সের সমস্ত নথি আপলোড করে রাখতে হবে। কখনো যদি ট্রাফিক পুলিশের তদারকির প্রয়োজন পড়ে, তাহলে ওই ওয়েবসাইট থেকে সরাসরি তাঁরা তদারকির কাজ করতে পারবেন। ফলে গাড়ি চালকদের হয়রানির আশঙ্কা অনেকটাই কমে যাবে।

    তবে পোর্টালে সমস্ত তথ্য আপলোড রাখা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে হার্ডকপিই রাখতে পারেন সঙ্গে। এই নিয়ম চালু হয়ে গেলে পুলিশও লাইসেন্স বা পলিউশন সার্টিফিকেটের ডিজিটাল কপি গ্রহণ করতে বাধ্য থাকবে। এই মোটর ভেহিক্যালস রুলস -এর ব্যাপারে কেন্দ্রীয় সরকার সব রাজ্যের মতামতও জানতে চেয়েছেন। সাধারণ জনগণও তাঁদের মতামত কেন্দ্রকে জানাতে পারেন।

    উল্লেখ্য, সরকারি এই নতুন ডিজিটাল লকারে সংরক্ষিত থাকবে চালকের সমস্ত তথ্য, এমনকি চালকের কোনো ট্রাফিক রেকর্ড থাকলে এই ডিজি লকার তা জানান দেবে। এছাড়াও লাইসেন্স বাজেয়াপ্ত সংক্রান্ত নথি, কিংবা গাড়ির অন্যান্য পরীক্ষার নথির আপডেট থাকবে এই পোর্টালে। উক্ত পোর্টালে থাকছে জরিমানা প্রদানেরও ব্যবস্থা। এমনকি ডিজি পোর্টালে ইস্যু করা যাবে ২০১৬ সালের সেপ্টেম্বরে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্রও। এই নতুন নিয়ম কার্যকর হলে গাড়ি চালকদের হয়রানি যে অনেকাংশে কমবে তা আর বলার অপেক্ষা রাখে না।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...