দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতে সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অধিকাংশ’রই জল পানের উপযুক্ত নয়। হয় সেই জলে আর্সেনিকের পরিমাণ বেশি নতুবা সেই জলে খনিজের পরিমাণ বেশি। তাই এবার সেই অসুবিধা দূর করার জন্যে পাইপযুক্ত পানীয় জলের সংযোগ বাড়ানোর দিকে এক বড় পদক্ষেপে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকাল অর্থাত্ মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন যে আগামী ২’রা অক্টোবর থেকে শুরু হওয়া ‘জল জীবন মিশন’-এর আওতায় দেশের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১০০ দিনের মধ্যে পাইপলাইন বাহিত জল সরবরাহের মাধ্যমে যুক্ত হবে।
একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘নমামি গঙ্গে মিশন’-এর আওতাধীন উত্তরাখণ্ডে ছয়টি মেগা প্রকল্পের উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে মোদী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে জলের ঘাটতির সমস্যা মোকাবিলায় ‘জল জীবন’ মিশন দেশের সকল গ্রামে পাইপযুক্ত জল সংযোগ দেওয়ার এবং গ্রাম স্বরাজ্যের (গ্রাম স্বনির্ভরতা) এবং গ্রামীণ ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, “জল জীবন’ মিশনের আওতায় ২’রা অক্টোবর থেকে ১০০ দিনের অভিযান শুরু হবে, যার আওতায় দেশের সকল স্কুল এবং অঙ্গণয়াড়ি কেন্দ্রগুলিতে পাইপবাহিত জল সরবরাহের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এই প্রসঙ্গে মোদী সমস্ত রাজ্য সরকারকে এই প্রকল্পটিকে অগ্রাধিকার হিসাবে গ্রহণ করতে এবং আগামী ১০০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
এই প্রকল্প উদ্বধন করতে গিয়ে মোদী বলেন, ‘ছ বছর আগে পর্যন্ত ১৫ কোটিরও বেশি বাড়ি জল সরবরাহের সঙ্গে সংযুক্ত ছিল না। এখন প্রতিদিন প্রায় ১ লক্ষ বাড়ি পরিষ্কার পাইপযুক্ত জল সরবরাহের সঙ্গে যুক্ত হচ্ছে এবং জল শক্তি মন্ত্রক এই সংখ্যা বাড়ানোর জন্য দ্রুত গতিতে কাজ করছে। মাত্র এক বছরে, দেশের ২ কোটিরও বেশি পরিবারকে পাইপযুক্ত জল সংযোগ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড সরকার এক ধাপ এগিয়ে কাজ করছে।”
মোদি উত্তরাখণ্ড সরকারের প্রশংসা করে বলেন “কোভিড -১৯ অতিমারী সত্ত্বেও তারা মাত্র ছয় মাসের মধ্যেই প্রতিটি ঘরে জল সংযোগ দেওয়ার বিষয়ে কাজ সম্পন্ন করছে এবং উত্তরাখণ্ডে এই মূহুর্তে ৫০,০০০ পরিবারকে জল সংযোগ দেওয়া হয়েছে।’