25 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    দশভুজার আহ্বানের মাঝেই মধ্যবিত্তের জন্যে হাজির দশ দফা নিয়ম, নেপথ্যে কেন্দ্রীয় সরকার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অক্টোবর মানে বছরের দশম তম মাস, আর এই দশম তম মাসেই এবার দূর্গা পূজা অর্থাত্‍ দর্শভুজার বরণ, কিন্তু কেন্দ্রীয় সরকার এই ১’লা অক্টোবর থেকে বেশ কিছু নিয়মে রদবদল ঘটাতে চলেছে। যার মধ্যে মোটর ভেহিকলস-এর নিয়ম, উজ্জ্বলা প্রকল্প, স্বাস্থ্য বিমা এবং ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়ম সহ মোট ১০ টি জিনিস। মধ্যবিত্ত হিসেবে এই পরিবর্তনগুলি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া অতন্ত্য জরুরি।

    ক) ফিজিক্যাল ভেরিফিকেশন লাগবে না ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকলস রেজিস্ট্রেশনের হার্ড কপি
    এই নতুন নিয়ম জানাচ্ছে যে ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনের মত এবার থেকে গাড়ি চালাতে গেলে সঙ্গে ভেহিকলস রেজিস্ট্রেশন কার্ড (আরসি) ও ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি রাখার প্রয়োজন পড়বে না। এই দুটি নথির এম-পরিবহণ অ্যাপ্লিকেশন বা মোটর ভেহীকেল্স এর ওয়েবসাইটে আপলোড করে রাখলেই হবে । চালক ও যাত্রীদের সুবিধায় গাড়ির রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ডিজি-লকার অথবা এম-পরিবহণ ব্যবস্থায় এখন চালকরা তাঁদের যাবতীয় নথিপত্র সংরক্ষণ করতে পারেন। তবে হার্ড কপি থাকলেও অসুবিধা নেই।

    খ) মোবাইল ফোনেই নেভিগেশন ফিচার
    ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনে সংশোধন করার ফলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক থেকে সহজেই চালক নিজের মোবাইল ফোনের মাধ্যমে পথ নির্দেশ পাবেন। এর জন্য চালকের মনঃসংযোগও ব্যাহতহবে না।

    গ) বিনামূল্যে এলপিজি সংযোগের সময়সীমা শেষ
    আজই শেষ হল প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পাওয়ার সুবিধা। এই প্রকল্পে বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার সুবিধা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এর আগেই পিছিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেটা আর বর্ধিত হচ্ছে না।

    ঘ) বিদেশি মুদ্রা লেনদেনে ৫% কর প্রযোজ্য
    কোনও রকম বিদেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি হলে তার ওপর এবার থেকে টিসিএস (TCS) প্রযোজ্য হবে আর এবার থেকে বিদেশি ভ্রমণ প্যাকেজ কিনতে দেশের বাইরে অর্থ পাঠাতে গেলে ৫% কর (টিসিএস) দিতে হবে।

    ঙ) মিষ্টিতে এক্সপায়ারি ডেট
    প্যাকেজ বা খোলা মিষ্টির ক্ষেত্রে এবার থেকে ‘বেস্ট বিফোর তারিফ’ দেওয়া আবশ্যিক করল কেন্দ্র। ১’লা অক্টোবরথেকে এই নিয়ম মেনে চলতে মিষ্টি প্রস্তুতকারীদের নির্দেশ দিয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা (FSSAI)।

    চ) স্বাস্থ্য বিমায় নতুন নিয়মাবলী
    কোভিড-১৯ অতিমারীর প্রভাবে স্বাস্থ্য বিমা সুরক্ষা নীতি বদলেছে । তাই দাম বাড়তে চলেছে উন্নত মানের স্বাস্থ্য বিমা’র। নতুন স্বাস্থ্যবিমা নীতির আওতায় যুক্ত হচ্ছে ১৭টি স্থায়ী অসুখও।

    ছ) টিভি সেটের দাম বাড়ছে
    ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে দেশীয় বাজার বৃদ্ধিতে আগ্রহী সরকার ভারতে তৈরি ওপেন সেল প্যানেলের উৎপাদন বৃদ্ধি চায়, যার ফলে ১’লা অক্টোবর থেকে ওপেন সেল প্যানেল কিনতে গেলে দিতে হবে ৫% আমদানি শুল্ক, ফলে বিদেশী টিভি’র দাম বাড়ছে।

    জ) ডেবিট-ক্রেডিট কার্ড-এ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম
    ডেবিট ও ক্রেডিট কার্ড এর নতুন নিয়ম অনুসারে, কার্ড ব্যবহারকারী এবার থেকে আন্তর্জাতিক, অনলাইন ও স্পর্শহীন (Contact Less) লেনদেনের ক্ষেত্রে ইচ্ছে মতো পরিষেবা নিতে বা ছাড়তে পারবেন।

    ঝ) সরষের তেলের সঙ্গে অন্য তেল মেশানোয় সম্পুর্ণ নিষেধাজ্ঞা
    সরষের তেলের সঙ্গে অন্য কোনও ভোজ্য তেল (আরগেমন অয়েল) মেশানোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করল জাতীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা (FSSAI)। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনারকে লেখা চিঠিতে সংস্থার তরফে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে এই নিয়ম বলবৎ হচ্ছে।

    ঞ) নতুন টিসিএস (TCS) কর নীতি
    আয়কর দফতর টিসিএস কর চালু করার উদ্দেশে নিয়মাবলী প্রকাশ করেছে। এই ব্যবস্থায় পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ১ শতাংশ টিসিএস যুক্ত করবে ই- কমার্স সংস্থা। ১৯৬১ সালের আয়কর আইনে নতুন পরিচ্ছেদ ১৯৪-ও যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। যার সুবাদে ১ অক্টোবর থেকে নতুন কর গ্রহণের ব্যবস্থা চালু হবে। ফলে একটু হলেও দাম বাড়ছে অনলাইন পণ্যের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...