দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অর্থনীতি থেকে সংসারধর্ম সব কিছুই অধীর আগ্রহে অপেক্ষমান ছিল আনলক-৫ গাইড লাইন্স এর। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর লাইভ হলো তা। বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল ৩০ শে সেপ্টেম্বর এর পর থেকে দেশে কি কি নতুন ছাড় মিলবে আনলকে, কবেই বা সে বিষয়টি জানাবে স্বরাষ্ট্রমন্ত্রক? অবশেষে বুধবারের সন্ধ্যেবেলাতে জারি হলো নতুন বিধিনিষেধ।
দেখে নিন জলদি আনলক-৫ এ শিথিল হচ্ছে কোন কোন বিষয়–
১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। শর্ত ৫০ শতাংশ আসন সংখ্যা ভর্তি করা যাবে। মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, বসতে হবে একটা সীট ছেড়ে ছেড়ে।
১৫ অক্টোবর থেকে ক্রীড়াবিদদের ট্রেনিংয়ের জন্য খুলে যাবে সুইমিং পুল।
১৫ অক্টোবর থেকে খুলে যাবে বিনোদন পার্ক। যেমন নিকো পার্ক, অ্যাকুয়াটিকা
১৫ অক্টোবরের পর ধাপে ধাপে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খোলা যেতে পারে স্কুল। তবে সেটাও ঐচ্ছিক ভিত্তিতে।
কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া স্থানীয় স্তরে লকডাউন আরোপ করা যাবে না। যেমন সপ্তাহে দু দিন বা কোনও একটি এলাকায় এক সপ্তাহ। রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
বন্ধ জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে মাত্র ২০০ জনকে বসানো যাবে। তবে মোট আসনের ৫০ শতাংশের বেশি মানুষকে বসানো যাবে না। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সেই সাথে SOP মেনে চলতে হবে।
খোলা জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না লোকসংখ্যায়। তবে মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব সব সমস্ত কোভিড সতর্কতা অবলম্বন করতে হবে।
কনটেনমেন্ট জোনে চলবে লকডাউন ৩১ অক্টোবর অবধি চলবে, সেখানে বিধিনিষেধ থাকছে পূর্বের মতই।