দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ, ২’রা অক্টোবর,শুক্রবার জাতির জনক মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী। আজ এই দুই মহান ব্যক্তির স্মৃতি স্মারকে সশরীরে উপস্থিত থেকে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদী তাঁর টুইটে লেখেন, ‘তাঁর জীবন ও চিন্তাভাবনা থেকে আমাদের অনেক কিছু শেখার। সমৃদ্ধ ও সহানুভূতিশীল ভারত গঠনে বাপুর আদর্শ আমাদের পথ প্রদর্শন করুক।’ আজ সকালে রাজ ঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এই টুইটের সঙ্গেই তিনি জাতির জনককে নিয়ে তাঁর মন্তব্যের একটি ছোট ভিডিও পোস্ট করেছেন।
আজ শুধু মহাত্মা গান্ধীর জন্মদিন নয় আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মজয়ন্তী। এই বিশেষ দিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এদিনের টুইটে তিনি এও লিখেছেন যে, লাল বাহাদুর শাস্ত্রী যেমন নরম প্রকৃতির মানুষ ছিলেন তেমনই ছিলেন দৃঢ় ন প্রাজ্ঞ। তিনি খুবই সরলভাবে জীবন কাটিয়েছেন। সারা জীবন কাজ করে গিয়েছেন দেশের কল্যাণের জন্য। ভারতের কল্যাণের জন্য তিনি যা কিছু করেছেন তার জন্য গভীর কৃতজ্ঞতার সঙ্গে তাঁর জন্মজয়ন্তীতে তাঁকে আমরা স্মরণ করি।’
এদিন প্রধানমন্ত্রী বিজয় ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি স্মারকে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁকে শ্রদ্ধা জানান স্বর্গীয় লালবাহাদুরের দুই ছেলে সুনীল শাস্ত্রী ও অনিল শাস্ত্রী।