33 C
Kolkata
Monday, June 5, 2023
More

    আগামী জুলাই এ টিকা পাবে ২৫ কোটি ভারতবাসী, সৌভাগ্যবানদের তালিকা প্রকাশ অক্টোবরে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে আনলক পাঁচ শুরু হলেও, করোনা এখন লাগামহীন। দেশজুড়ে সুস্থতার হার বাড়লেও কমছে না দৈনিক সংক্রমণ।বিশ্ব জুড়ে ছবিটা এক।করোনার দাপট অব্যাহত, বেড়ছে মৃত্যুর হারও। এমন পরিস্থিতিতে প্রত্যেক রবিবার ন্যায় এদিনও সোশ্যাল মিডিয়ায় ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে,আগামী জুলাই মাসেই দেশের ১৩০কোটির মধ্যে, প্রায় ২৫ কোটি সাধারন মানুষের কাছে কোভিডের টিকা পৌঁছে দেবার কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।এর পাশাপাশি তিনি বলেন, দেশের ২৫ কোটি মানুষের জন্য প্রায় ৪০-৫০ কোটি ডোজ পেতে চলেছি আমরা।

    তবে ওই টিকা যাতে নিরপেক্ষ ভাবে দেশের সকল মানুষের জন্য বণ্টিত হয়, তার সুনিশ্চিতিকরণ করবে কেন্দ্র। দেশের ২৫ কোটি মানুষের মধ্যে এই টিকা কারা পাবেন তা অক্টোবরের মধ্যে জানানো হবে। এবিষয়ে কোন কোন অঞ্চলের মানুষের টিকার প্রয়োজন, তা নির্দিষ্ট করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কতৃক রাজ্য সহ কেন্দ্রশাসিত এলাকাগুলির একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, টিকার একটি অংশ রাখা হবে করোনার স্বাস্থ্যকর্মীদের জন্য। তবে ১৩০ কোটি মানুষের করোনা টিকা জোগান দিতে মাসে প্রায় ৩ কোটি ডোজের প্রয়োজন পড়বে। আর বাইরের কোনো দেশ থেকে তা কিনতে গেলে মাথাপিছু ডোজের খরচ পড়বে প্রায় এক হাজার টাকার মতো। তবে এত টাকা এখনই কেন্দ্রর কোষাগারে আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত পরিবারের সন্তানদের পাশে দাঁড়ালেন ভীরু।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকাহত সমগ্র বিশ্ব। টুইটার - ফেসবুকে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে ক্রীড়া ব্যাক্তিত্বরা।

    নতুন জার্সিতে নিজেকে রাজা মনে হবে : বিরাট কোহলি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সম্প্রতি ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জার্সি ও অন্যান্য সরঞ্জামের দায়িত্ব নিয়েছে...

    করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা ! বিপদগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন চালু করল রেল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চালু করা হল হেল্প লাইন নম্বর। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638...

    ‘আধা-চাঁদ’-এর খোঁজ পেলেন বিজ্ঞানীরা !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : 'আধা-চাঁদ'-এর খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আদতে এটি একটি গ্রহাণু। পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু আসলে এটি...

    ভয়াবহ দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস। মৃত্যু শতাধিক।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস মৃত অন্তত ১০০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার...