দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে আনলক পাঁচ শুরু হলেও, করোনা এখন লাগামহীন। দেশজুড়ে সুস্থতার হার বাড়লেও কমছে না দৈনিক সংক্রমণ।বিশ্ব জুড়ে ছবিটা এক।করোনার দাপট অব্যাহত, বেড়ছে মৃত্যুর হারও। এমন পরিস্থিতিতে প্রত্যেক রবিবার ন্যায় এদিনও সোশ্যাল মিডিয়ায় ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে,আগামী জুলাই মাসেই দেশের ১৩০কোটির মধ্যে, প্রায় ২৫ কোটি সাধারন মানুষের কাছে কোভিডের টিকা পৌঁছে দেবার কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।এর পাশাপাশি তিনি বলেন, দেশের ২৫ কোটি মানুষের জন্য প্রায় ৪০-৫০ কোটি ডোজ পেতে চলেছি আমরা।
তবে ওই টিকা যাতে নিরপেক্ষ ভাবে দেশের সকল মানুষের জন্য বণ্টিত হয়, তার সুনিশ্চিতিকরণ করবে কেন্দ্র। দেশের ২৫ কোটি মানুষের মধ্যে এই টিকা কারা পাবেন তা অক্টোবরের মধ্যে জানানো হবে। এবিষয়ে কোন কোন অঞ্চলের মানুষের টিকার প্রয়োজন, তা নির্দিষ্ট করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কতৃক রাজ্য সহ কেন্দ্রশাসিত এলাকাগুলির একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, টিকার একটি অংশ রাখা হবে করোনার স্বাস্থ্যকর্মীদের জন্য। তবে ১৩০ কোটি মানুষের করোনা টিকা জোগান দিতে মাসে প্রায় ৩ কোটি ডোজের প্রয়োজন পড়বে। আর বাইরের কোনো দেশ থেকে তা কিনতে গেলে মাথাপিছু ডোজের খরচ পড়বে প্রায় এক হাজার টাকার মতো। তবে এত টাকা এখনই কেন্দ্রর কোষাগারে আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।