দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে আগামী ১৫ অক্টোবর (বৃহ্স্পতিবার) থেকে ধাপে ধাপে স্কুল ও কোচিং সেন্টার খুলতে চলেছে। আর তার আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল। তবে আগামী সপ্তাহ থেকেই স্কুল খোলা হবে কিনা, সে বিষয়ে রাজ্য’র সিদ্ধান্ত চুড়ান্ত। অর্থাৎ রাজ্যগুলি চাইলে ১৫ অক্টোবর থেকে স্কুল নাও খুলতে পারে।
এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইটারে একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জারি করা SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) উপর ভিত্তি করেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজেদের এসওপি তৈরি করবে। আর তা প্রযুক্ত হবে স্কুল খোলার ক্ষেত্রে স্বাস্থ্য ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেই SOP তৈরি ও গ্রহণ করতে পারে।’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জারি করা সেই নির্দেশিকাতে কী কী বলা হয়েছে, দেখে নিন?
১) পড়ুয়াদের অনলাইন ক্লাসে উৎসাহ প্রদান করতে হবে। স্কুল খোলার পর দু’তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না।
২) পড়ুয়াদের স্কুলে যেতে অভিভাবকদের লিখিত অনুমতি থাকতে হবে। উপস্থিতির ক্ষেত্রেও শিথিলতা থাকবে। কড়াকড়ি করা যাবে না। স্কুলে না গেলে পরেও পড়ুয়ারা অনলাইন ক্লাসও করতে পারবে।
৩)কনটেনমেন্ট জোনে বাড়ি থাকলে পড়ুয়া ও শিক্ষকরা আগামী সপ্তাহ থেকে স্কুলে আসা থেকে বিরত থাকতে পারবেন।
৪) স্কুলের প্রবেশপথে থার্মাল স্ক্যানার থাকবে।স্কুলে ঢোকার আগে পড়ুয়া ও শিক্ষকদের বাধ্যতামূলকভাবে দেহের তাপমাত্রা মাপতে হবে। যদি সম্ভব হয়, তাহলে স্কুলে ঢোকা ও বেরনোর জন্য পৃথক গেটের বন্দোবস্ত করার পরামর্শও দেওয়া হয়েছে।
৫) এর পাশাপাশি পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মাস্ক পরে স্কুলে আসা বাধ্যতামূলক। আর স্কুলে থাকাকালীন সারাক্ষণই মাস্ক পরে থাকতে হবে। বিশেষকরে ক্লাসে থাকার সময়, দলগতভাবে কোনও কাজের সময় বা ল্যাবে কাজ করার সময় বা লাইব্রেরিতে বই পড়ার সময় মাস্ক পরতেই হবে। এক আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র খাবার বা পানীয় জল খাওয়ার সময় তারা একমাত্র মাস্ক খুলতে পারবে। খাবার খাওয়ার সময়েও সামাজিক দূরত্ব বজায় রেখেই বসতে হবে পড়ুয়াদের।