33 C
Kolkata
Sunday, September 25, 2022
More

  ১৫ অক্টোবর থেকেই কী খুলছে স্কুল, আর পরীক্ষাও বা কবে, কী বলছে কেন্দ্রীয় নির্দেশিক

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে আগামী ১৫ অক্টোবর (বৃহ্স্পতিবার) থেকে ধাপে ধাপে স্কুল ও কোচিং সেন্টার খুলতে চলেছে। আর তার আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল। তবে আগামী সপ্তাহ থেকেই স্কুল খোলা হবে কিনা, সে বিষয়ে রাজ্য’র সিদ্ধান্ত চুড়ান্ত। অর্থাৎ রাজ্যগুলি চাইলে ১৫ অক্টোবর থেকে স্কুল নাও খুলতে পারে।

  এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইটারে একটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জারি করা SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) উপর ভিত্তি করেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজেদের এসওপি তৈরি করবে। আর তা প্রযুক্ত হবে স্কুল খোলার ক্ষেত্রে স্বাস্থ্য ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেই SOP তৈরি ও গ্রহণ করতে পারে।’

  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জারি করা সেই নির্দেশিকাতে কী কী বলা হয়েছে, দেখে নিন?

  ১) পড়ুয়াদের অনলাইন ক্লাসে উৎসাহ প্রদান করতে হবে। স্কুল খোলার পর দু’তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না।

  ২) পড়ুয়াদের স্কুলে যেতে অভিভাবকদের লিখিত অনুমতি থাকতে হবে। উপস্থিতির ক্ষেত্রেও শিথিলতা থাকবে। কড়াকড়ি করা যাবে না। স্কুলে না গেলে পরেও পড়ুয়ারা অনলাইন ক্লাসও করতে পারবে।

  ৩)কনটেনমেন্ট জোনে বাড়ি থাকলে পড়ুয়া ও শিক্ষকরা আগামী সপ্তাহ থেকে স্কুলে আসা থেকে বিরত থাকতে পারবেন।

  ৪) স্কুলের প্রবেশপথে থার্মাল স্ক্যানার থাকবে।স্কুলে ঢোকার আগে পড়ুয়া ও শিক্ষকদের বাধ্যতামূলকভাবে দেহের তাপমাত্রা মাপতে হবে। যদি সম্ভব হয়, তাহলে স্কুলে ঢোকা ও বেরনোর জন্য পৃথক গেটের বন্দোবস্ত করার পরামর্শও দেওয়া হয়েছে।

  ৫) এর পাশাপাশি পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মাস্ক পরে স্কুলে আসা বাধ্যতামূলক। আর স্কুলে থাকাকালীন সারাক্ষণই মাস্ক পরে থাকতে হবে। বিশেষকরে ক্লাসে থাকার সময়, দলগতভাবে কোনও কাজের সময় বা ল্যাবে কাজ করার সময় বা লাইব্রেরিতে বই পড়ার সময় মাস্ক পরতেই হবে। এক আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র খাবার বা পানীয় জল খাওয়ার সময় তারা একমাত্র মাস্ক খুলতে পারবে। খাবার খাওয়ার সময়েও সামাজিক দূরত্ব বজায় রেখেই বসতে হবে পড়ুয়াদের।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  পেলে ম্যাচের ৪৫ বছর বর্ষ পূর্তি প্রসূনের উদ্যোগে বিশেষ আড্ডা

  দ্য ক্যালকাটা মিরর : ফুটবল সম্রাট কিংবদন্তি পেলের বিরুদ্ধে খেলে, ৪৫ বছর আগে এক বৃষ্টিভেজা বিকেলে ইডেন উদ্যানে...

  শেষ বার লর্ডসে টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলন

  টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলনলর্ডসে থামল চাকদা এক্সপ্রেস, ঝুল-‌দির বিদায়ে চোখে জল হরমনপ্রীতদের দ্য ক্যালকাটা মিরর : ছেলেদের এবং...

  সমবেত গীতা পাঠ , মন্ত্রমুগ্ধ বিশ্ব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সমবেত গীতা পাঠে বিশ্ব রেকর্ড। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে একসঙ্গে গীতাপাঠ করল...

  চোখে জল, মুখে হাসি! বিদায়বেলায় ফেডেরারই ‘রাজা’

  দ্য ক্যালকাটা মিরর : ফেডেরারকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটল লেভার কাপে। নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নিলেন ফেডেরার।...

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকা

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকাব্রাজিল ফুটবল তারকা কাকার বাবাও হাঁটবেন ম্যারাথনে দ্য ক্যালকাটা মিরর : বার্লিন ম্যারাথনে দেখা যাবে কাকার...