26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    এবার করোনা মোকাবিলায় অনুমোদন পেলো বিজ্ঞানীদের ব্রহ্মাস্ত্র ‘‘অ্যান্টিসেরা’

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এখনো অবধি করোনা মোকাবিলায় চিকিত্সকদের হাতের পাঁচ ছিল প্লাজমা থেরাপি। কিন্তু AIIMS ও ICMR এর মতে সব রোগীর দেহে কাজে আসছিল না এই প্লাজমা থেরাপি। তাই এই থেরাপিতে কাজ না দিলে কোভিড সংক্রমণ রোধ করতে পশুদেহে তৈরি অ্যান্টিবডি ব্যবহারের অনুমোদন পেলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

    পশুদেহ থেকে সংগৃহীত এই অ্যান্টিবডিকে বলা হচ্ছে ‘অ্যান্টিসেরা’। এবার ICMR ঘোড়ার শরীর থেকে সংগ্রহ করা অ্যান্টিসেরা-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে। হায়দরাবাদের বায়োলজিক্যাল ই. লিমিটেড ও ICMR যৌথভাবে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অতি পরিশ্রুত অ্যান্টিসেরা তৈরিতে এক সাথে কাজ করছে।

    এই বিষয়ে আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়েছেন, বায়োলজিক্যাল ই. লিমিটেডের সঙ্গে যৌথ ভাবে একটি ‘ইকুইন সেরা’ তৈরি করা হয়েছে ও একটি ‘হর্স সেরা’ তৈরির বিষয়েও কথাবার্তা চলছে। তিনি বলেন, ‘হর্স সেরা’ নিয়ে গবেষণায় আমরা একটি সিল করা কাচের ক্যাপসুল বা অ্যাম্পিউলে সম্ভাব্য ডোজের অ্যান্টিবডি রাখা হচ্ছে, যা রোগীর দেহে ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা যাবে। ঘোড়ার শরীর থেকে প্রাপ্ত সেরার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় ছিলাম, অবশেষে তা পাওয়া গিয়েছে।’

    যদিও আগে এক বিবৃতিতে আইসিএমআর জানিয়েছে, ‘কোভিড থেকে সেরে ওঠা রোগীর প্লাজমা ব্যবহার করেও একই রকম ফল পাওয়ার কথা। কিন্তু রোগী বিশেষে অ্যান্টিবডির চরিত্র, কার্যকারিতা ও ঘনত্বের তফাৎ থাকার কারণে তা অতিমারী প্রতিরোধের পক্ষে নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে চিহ্নিত করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে’

    ইতিহাস ঘাঁটলে দেখতে পাই, অতীতে বিভিন্ন ভাইরাস বাহিত রোগের চিকিৎসায় ‘ইকুইন সেরা’ ও ‘হর্স সেরা’ প্রয়োগে সুফল পাওয়া গিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য টিটেনাস, জলাতঙ্ক, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, বটিউলিজম ইত্যাদির মতো বড় ও মারণ অসুখ।

    ইতিমধ্যে ভারতে কোভিড রোধে ‘প্লাজমা থেরাপি’র কার্যকারিতা পরীক্ষা করার জন্যে ৩৯টি হাসপাতালে ভরতি ৪৬৪ জন রোগীর উপরে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ইতিমধ্যে এই গবেষণায় অংশগ্রহণ করেন ৩৫০ চিকিৎসকও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...