দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সারা দেশ জুড়ে চলছে অজস্র ভুয়ো বিশ্ববিদ্যালয় যাদের ইউজিসির স্বীকৃতি নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এমন ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল। যদিও অধিকাংশই উত্তর প্রদেশ ও দিল্লিতে স্থিত। তবে দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় কলকাতায় আছে।
ইউজিসি সচিব রজনীশ জৈন বলেন যেএই সংস্থাগুলি বিনা অনুমতিতেই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। এটি ইউজিসি আইনের পরিপন্থী ও এদের কোনও রকমের ডিগ্রি দেওয়ার অধিকার নেই। পড়ুয়ারা যাতে বিভ্রান্ত না হন, তার জন্য ইউজিসি এই তালিকা প্রকাশ করেছে।
এর মধ্যে উত্তর প্রদেশে আটটি ফেক বিশ্ববিদ্যালয় চলছে। দিল্লিতে চলছে সাতটি বিশ্ববিদ্যালয়। কলকাতায় যে দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় চলছে সেগুলি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ কলকাতা।
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশাতেও এরকম দুটি বিশ্ববিদ্যালয় চলছে- সেগুলি হল নবভারত শিক্ষা পরিষদ ও নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এছাড়াও কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি ও মহারাষ্ট্রে একটি করে জালি বিশ্ববিদ্যালয় কাজ করছে।