দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা বিধি রুখতে পরস্পরের মধ্যে ন্যূনতম এক ফুটের দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছিল হু (WHO) বা বিশ্ব স্বাস্থ্য সংস্হা। কিন্তু সম্প্রতি তা নাকচ করে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ তরফে বলা হয় এক ফুট নয়ই বরং ছ’ ফুটের বেশি দূরত্বে থাকা ব্যক্তিকেও বাতাসের মাধ্যমে ভর করেও সংক্রমিত করতে পারে এই ভাইরাস।
আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ এর পক্ষ থেকে গত সোমবারের সংশোধিত নির্দেশতালিকায় এমনটাই জানানো হয়েছে। ওই সংস্থার মতে, বাতাসের মধ্যে আটকে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অনু কণার মাধ্যমেও করোনার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। যেমন, হাঁচি, কাশির সময় মুখ হতে বেরিয়ে আসা ড্রপলেটে কিংবা কোনও দূষিত পদার্থ প্রশ্বাসের দ্বারা শরীরে প্রবেশ করলে, এতে সংক্রমিত হবার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। যার দরুন সংক্রমিত হতে পারে ছয় ফুট দূরত্বে থাকা ব্যক্তিও। ফলত সংক্রমণ আটকাটে যে ন্যূনতম দূরত্ব বজায় রাখার কথা এতদিন বলা হয়েছে, বর্তমান সমীক্ষার ভিত্তিতে তা এখন আর নিরাপদ দূরত্ব নয়।
এর পাশাপাশি বদ্ধ কোনো জায়গার ক্ষেত্রে কিংবা সিনেমা হলে বা পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও না থাকলে, বায়ুকে মাধ্যম বানিয়েই অনায়াসে ছড়াতে পারে কোভিডের ভাইরাস। বিশেষজ্ঞদের অনুমান সিডিসি-র এই নতুন গাইডলাইনে বদলাতে পারে আমেরিকার হোটেল-রেস্তরাঁ, পার্ক, ক্যাফেটারিয়া সহ অফিস, এবং আদালতের সামাজিক দূরত্ববিধির নিয়ম।
উল্লেখ্য,সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে সিডিসি’র কতৃক বলা হয়, ‘সমীক্ষায় দেখা গেছে ৬ ফুটের দূরত্ববিধিতেও শরীরে করোনার সংক্রমণ হচ্ছে। ফলত তা স্পষ্ট করতেই সংস্থার তরফে গাইডলাইন সংশোধিত করা হয়েছে।’ পথ চলতি অবস্থায় যেখানে এক ফুটের সামাজিক দূরত্বই মেনে চলা ভার সেখানে সিডিসি’র নতুন গাইডলাইনে রীতিমত চিন্তিত সাধারন মানুষ। তাহলে কী করোনা থেকে আমাদের নিস্তার নেই!