দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ বেশ ভাইরাল হয়েছে, ‘কেন্দ্রীয় সরকার অনলাইনে পড়াশুনার জন্য সারা দেশে শিক্ষার্থীদের ১০ জিবি ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে দিচ্ছে। যাতে তারা করোনার আবহের মধ্যে অনলাইনে ক্লাস করতে পারে ও পরীক্ষাও দিতে পারে।পাশাপাশি এই মেসেজে আরও বলা হয়েছে যে, ‘শিক্ষার্থীরা যাতে তাদের পড়াশোনা শেষ করতে পারে এবং ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসের সাহায্যে পরীক্ষা দিতে পারে সে জন্যও সরকার এটি করছে’।
শুধু তাই নয় এই মেসেজে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, ‘আপনি এই লিঙ্কটি থেকে আপনার ফ্রি ইন্টারনেট প্যাক (প্রতিদিন ১০ জিবি) পাবেন। আর তার জন্য একটি আবেদন পত্র জমা দিতে হবে’। তবে এই মেসেজের শেষের দিকে লেখা আছে যে, মানুষের সুবিধার্থে এই বার্তাটি যথাসম্ভব শেয়ার করুন যাতে সকলে এই সুবিধা পেতে পারেন।
এই মেসেজ পাওয়ায় পর সেটি আগুনের মত ছড়িয়ে পড়েছে। আসলে অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও অনেক শিক্ষার্থীর কাছে স্মার্ট ফোন, কিংবা ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধা না থাকায়, অসুবিধায় পড়ছেন শিক্ষার্থীর অনেকাংশেই। আবার অনেকর ক্ষেত্রে নেট রিচার্জের পর্যাপ্ত টাকার জোগান দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলস্বরূপ অনেক শিক্ষার্থীই অনলাইন ক্লাসের সুবিধা গ্রহণ করতে পারছিলেন না। যার দরুন তাঁরা শিক্ষাক্ষেত্রেও অনেক পিছিয়ে পড়ছিলেন। এমন সময় এ ধরনের ভাইরাল বার্তায় দশ জিবি দৈনিক ডেটার সুবিধা মোটেই হাত ছাড়া করা উচিত নয় ভেবেই হয়তো মেসেজটি পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে ওঠে রাতারাতি।
আর ভাইরাল মেসেজ বুঝে ওই লিংকে ক্লিকও করেন অনেকে। কিন্তু তাদের দাবি তাঁরা তেমন কোনো কিছুর সুবিধা পাননি। মেসেজটি ভাইরাল হওয়ার পরবর্তীতে, এই মেসেজের সত্যতা যাচাই করা হয়। মেসেজটির ফ্যাক্ট বা সত্যতা যাচাই করেন একটি সরকারি সংস্থা পিআইবি (PIB Fact Check team)-এর ফ্যাক্ট চেক টিম। তাঁরা এই মেসেজটি চেক করার দরুন তাঁরা দেখতে পান যে, এই মেসেজটি ভুঁয়ো, মেসেজটি নকল। এই সরকারি সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক বলেছেন যে, এমন লেখা এবং তাঁর তথ্য পুরোপুরি ভুল। সরকার এ জাতীয় কোনও সিদ্ধান্ত নেয়নি।
তবে এ শুধু প্রথম নয়। এর আগেও এরকম একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে, সরকার অনলাইনে পড়াশোনার জন্য সারা দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করছে। কিন্তু পরবর্তীতে তা ভুঁয়ো বলে দাবি করা হয়। তবে এরকম মেসেজ আমাদের হোয়াটস্যাপের মাধ্যমে ও আসে। যেমন: এই মেসেজটি ২০জন সহ ২০ টি গ্রুপে শেয়ার করুন তাতে আপনি ৫জিবি নেট পাবেন। কিন্তু কেউই এমন কোনো সুযোগ সুবিধা পান না। তাই এই বিষয়ে ধ্যান না দেওয়াই শ্রেয়।