29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    বং বিজেপির ওপর বিপুল চাপ এখনও সন্তুষ্ট নন ‘সুপার বস’ মোদী-দেবারুণ রায়

    ফলে বাংলার কথা ভেবে উত্তরপ্রদেশের সরকার সিদ্ধান্ত নেবেনা। আগে ইউ পি পরে বাংলা, যে যার রাজ্য সামলা। এটাই বিজেপির কেন্দ্রীয় নেতারা কার্যত বলে দিয়েছেন বাংলার বাবুদের। দিলীপবাবু দিল্লির মৌসম বুঝে চলেন। তাছাড়া তিনি সংঘের সন্তান। কিন্তু তৃণমূল থেকে আসা বাবুদের বার বার টিউন করতে হয়। সুতরাং দিল্লির নির্দেশ কায়েম করেন যাঁরা, যেমন শিবপ্রকাশ , মেনন অথবা কৈলাস, তাঁরা জানিয়ে দিয়েছেন, রাজ্যের সরকারকে ঘায়েল করতে রাস্তায় নামতে হবে। দিল্লি-লখনউয়ের দিকে তাকিয়ে রাজনীতি করলে চলবে না । একেক রাজ্যে একেক ইস্যু। বিহারের ভোট সামনে। ওখানে রাজপুত তাস খেলে উচ্চবর্ণের ভোট সংহত করতে হবে। কারণ নিম্নবর্ণের ভোটের ভাগীদার বেশি। উল্টোদিকে বিজেপি একাই। এই অঙ্কে শুধু বিরোধী লালু – কংগ্রেস জোট নয় , শাসক মোর্চার নেতা নীতীশকেও নাকচ করা যায়। বিজেপি অনেকটা বেশি আসন পেলে মুখ্যমন্ত্রী করা যাবে কোনও উচ্চবর্ণের নেতাকে। সঙ্গে নুনের কাজ করবেন নীতীশ, রামবিলাস আর অতি দলিত নেতার জিতন রাম মাঝি কিছু ভোট। এই লক্ষ্যে পৌঁছতে হলে উচ্চবর্ণের তাস ছাড়া চলবেনা।

    তাই পাশের রাজ্য ও বৃহত্তম প্রদেশের ঠাকুরনেতা যোগীর উত্থান বিজেপির আসল অঙ্ক মিলিয়ে দেবে বলে গেরুয়া ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেলরা নির্দেশ দিয়েছেন। তাই ১৯ বছরের দলিত মেয়ের ধর্ষক আর জিভ কাটাদের গর্দান নেওয়ার গল্প দিয়ে জাতপাতের মেরুকরণ দাঁড়াবে মোক্ষম। ওতেই যোগীরাজের মোক্ষলাভ। এদিকে মণীষার দেহটা ছিন্নভিন্ন করেছে যারা বলে আম জনতার অভিযোগ, তারা অভিযুক্তদের ছেড়ে দিয়ে মৃতা মেয়ের পরিবারের সবার নামে এফআইআর করার দাবিতে পথে নেমেছে তথাকথিত ঠাকুরের দল। বিজেপির পূর্বতন বিধায়ক রাজবীর সিং পহেলওয়ানের নেতৃত্বে তাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে হাথরসে। ব্যাপারটা এতটাই দৃষ্টিকটূ যে তারা সিবিআই তদন্তের সিদ্ধান্ত ও যোগীকে ধন্য ধন্য করেছে। মুখ্যমন্ত্রীকে এই হেনস্তা থেকে বাঁচাতে এসপি রাজবীর সহ ১০০ জন অজানা লোকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। কিন্তু গ্রেফতার করা হয়নি।

    অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ উত্তরপ্রদেশ থেকে দৃষ্টি ঘোরাতে মণীশ শুক্লা খুনের পড়ে পাওয়া চোদ্দ আনা নিয়ে সরব হতে। এবং যেভাবে বৃহস্পতিবারের প্রতিরোধ ও প্রচার জুটেছে প্রশাসন আর মিডিয়া মারফত, তাতে কেন্দ্রীয় নেতারা আশার কথা শুনিয়েছেন দিল্লির বসদের। কিন্তু ভবি ভুলবার নন সুপার বস। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইদানিং বেশি চাপ নিতে না দিলেও তাপ উত্তাপ কোথায় কতটা বহাল তার হাল জানাচ্ছেন শাহই। আর কেন্দ্রীয় গোয়েন্দারা যতক্ষণ না পার্টির প্রবচনে সায় দিচ্ছেন ততক্ষণ সুপার বস সন্তুষ্ট নন। রাজ্যের নেতাদের তীব্র চাপে থাকতে হবে। এর নানা পদ্ধতি আছে। সবে ঠাকুর ঠাকুর করে একটা ইস্যু এসেছে। নিহত ব্রাহ্মণ মণীশ আর নেতা ঠাকুর অর্জুন সিং। মামলায় কী যায় আসে? অর্জুনের গর্জন শোনা যাচ্ছে মিডিয়ায়। গোলাপকে যে নামেই ডাকো। সেতো আদপে গোলাপ। বাংলায় জাতপাত খায়না। কিন্তু পেশিশক্তি তো খায়। সুতরাং ব্যারাকপুরে বল ঘুরছে। কার কোর্টে ? মালুম হবে অন্য মেরুকরণের ভোটে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...