দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাথরাসে এক দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগের তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই। তারা জানায়, সংস্থাটি রবিবার সকালে গণধর্ষণ ও হত্যা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারায় এফআইআর দায়ের করে। এর আগে নির্যাতিতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশের হাথরাস জেলার চাঁদপা থানায় মামলাটি দায়ের করা হয়।
“অভিযোগকারী অভিযোগ করেছিলেন যে ১৪.০৯.২০২০ তারিখে অভিযুক্ত তার বোনকে মিলেট ক্ষেতে শ্বাসরোধ করার চেষ্টা করে। সিবিআই মুখপাত্র আর কে গৌর বলেন, উত্তরপ্রদেশ সরকারের অনুরোধে এবং ভারত সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সিবিআই এই মামলা রুজু করেছে। তিনি বলেন, এজেন্সি এই মামলার তদন্তের জন্য একটি দল গঠন করেছে।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী এই তরুণী গত ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে গুরুতর আহত হয়ে মারা যান। গত ১৪ সেপ্টেম্বর চারজন উচ্চবর্ণের লোক তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।