দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: “কেউ আপনাদের জমির দিকে চোখ তুলেও তাকাতে পারবে না।” গ্রামীণ এলাকায় সম্পত্তি সমস্যার নিষ্পত্তি করতে “স্বামিত্ব প্রকল্প”র সূচনা করে এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় দেশের এক লক্ষ মানুষ সম্পত্তি কার্ড পাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে দেশের ছয় রাজ্যের এক লাখ গ্রামীণ সম্পত্তির মালিকের মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্ক এ ক্লিক করে সম্পত্তি কার্ড ডাউনলোড করতে পারবেন তাঁরা। এররপর রাজ্য সরকারের তরফে সম্পত্তির মালিকদের হাতে ওই কার্ডের হার্ডকপি তুলে দেওয়া হবে।
উল্লেখ্য এর আগেই পঞ্চায়েত দিবসে প্রধানমন্ত্রী আভাস দিয়ে ছিলেন যে এই প্রকল্পের আওতায় ড্রোন ব্যবহার করে জমি চিহ্নিত করা হবে। এই চিহ্নিত করণের ফলে গ্রামীণ এলাকায় সম্পত্তি অধিকারের বিষয়টি স্পষ্ট হবে এবং রাজ্যের রাজস্ব সংগ্রহের ক্ষেত্রেও এই কার্ড সহায়তা করবে।
দেশের ৭৬৩ টি গ্রামের বাসিন্দা এই প্রকল্পের অন্তর্গত এক লাখ মানুষ। এর মধ্যে উত্তরপ্রদেশের ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ এবং কর্নাটকের দুটি গ্রাম রয়েছে।
মোদী জানান, ‘সম্পত্তি কার্ড হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরুর মাধ্যমে আত্মনির্ভর ভারতের দিকে আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হল।’ মোদীর বক্তব্য, কোনও ব্যক্তি যথন নিজেদের বাড়ির মালিক হন, তখন তাঁর আত্মসম্মান ফিরে আসে। তিনি নিজেকে সুরক্ষিত এবং শক্তিশালী মনে করেন।


এই নতুন প্রকল্প চালু হওয়ার ফলে ফলে গ্রামীণ এলাকার মানুষদের ঋণ নেওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। কার্ড থাকার ফলে সম্পত্তিকে আর্থিক সম্পদ হিসেবে ব্যবহার করে তাঁরা ঋণ বা অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিতে পারবেন। মোদী বলেন, ‘‘ঋণ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এই প্রকল্প। তাঁদের জমি ও সম্পত্তির যদি নথি থাকে, কোনও ব্যাঙ্ক তাঁকে ঋণ দিতে অস্বীকার করতে পারবে না।’’