29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    এবার ATM কার্ড এর মতই পকেট আধার কার্ড! জেনে নিন পাওয়ার উপায়

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আধার কার্ড প্রমাণ হিসেবে সর্বত্রই লাগে। কিন্তু আকারে বড় হওয়ায় নিজের কাছে সব সময় রাখার ক্ষেত্রে সমস্যাতে পড়তে হত। সেই ঝক্কি থেকে এবার মুক্তি’র পথ জানালো UDAI। এবার থেকে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ডের উপর আধার কার্ড ছাপার অনুমতি দেওয়া হল। অর্থাৎ এবার এটিএম বা ডেবিট কার্ডের মতো আধার কার্ড আপনি আপনার ওয়ালেটে রাখতে পারবেন।

    UDAI এর তরফে টুইটবার্তায় বলা হয়, ‘ওয়ালেটে নিয়ে যাওয়ার জন্য সুবিধাজনক আকারে আসছে আপনার আধার।’ অপরটি একটি টুইটে বলা হয়, ‘আপনারা এখন নয়া আধার পিভিসি কার্ডের অর্ডার দিতে পারেন। যা টেকসই, দেখতে আকর্ষণীয় এবং অত্যাধুনিক সুরক্ষা আছে। সুরক্ষার মধ্যে আছে হলোগ্রাম, গ্লসি প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্ট।’

    তবে এই পিভিসি আধার কার্ড পাওয়ার জন্যে কীভাবে আবেদন করবেন?

    ১) UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

    ২) ‘My Aadhaar section’-এ গিয়ে ‘Order Aadhaar PVC Card’ ক্লিক করুন।

    ৩) এবার ১২ ডিজিটের আধার নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের ইআইডি দিন।

    ৪) ছবিতে যে ‘সিকিউরিটি কোড’ বা ‘ক্যাপচা’ লিখুন।

    ৫) ‘Send OTP’-তে ক্লি করুন।

    ৬) আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে OTP পাবেন।

    ৭) OTP লিখে তা ‘submit’ করুন।

    ৮) ‘submit’-এর পর স্ক্রিনে পিভিসি কার্ডের প্রিভিউ দেখতে পারেন।

    ৯) তা দেখে নিয়ে নীচে ‘পেমেন্ট’-এ (payment) ক্লিক করুন। তারপর টাকা দেওয়ার সাইটে চলে যাবেন। সেখানে টাকা দিন।

    ১০) টাকা জমা দেওয়ার পরই আপনার আধার পিভিসি কার্ডের অর্ডার হয়ে যাবে।

    ১১) স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানাতে সেই কার্ড পাবেন।

    এই নতুন আধার কার্ডের জন্য কত টাকা লাগবে?

    নতুন কার্ড পেতে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...