দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে জোট গঠন মেহবুবা-ফারুকের। মেহবুবা মুফতি ছাড়া পাওয়ার দুই দিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে রাজনীতি সেই পুরোনো ধারায় বয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। এবার কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে এক ছাতার তলায় এল পিডিপি, এনসি ও অন্যান্য বড় দল। এই জোটের নাম দেওয়া হয়েছে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।
উল্লেখ্য কয়েক দিন আগে চীনের তাবেদারি করা ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লার বাড়িতে এই বিশেষ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মির ও সিপিএমের মহম্মদ ইউসুফ তারিগামি।
এই বিশেষ বৈঠক প্রায় দু ঘণ্টা চলে। বৈঠক শেষ হওয়ার পর ফারুক বলেন যে তাঁরা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) ফেরানোর চেষ্টা করবে যেটি গত বছরের ৫ আগস্ট কেন্দ্র আইন পাশের মধ্যমে বিলুপ্ত করে। যদিও এই বৈঠকে জম্মু-কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম মির শীরিরিক অসুস্থতার কারণে আসতে পারেননি।
বিচ্ছিন্নতাবাদী নেতারা পাকিস্তানের মদতে উপত্যকায় পুরনো পরিস্থিতি ফেরানোর জন্য পরান চেষ্টা করছেন। এই লিস্টে এবার নাম জুড়েছে চীনের। এই জোটের আন্দোলন কিভাবে এগবে, যদিও এদিন সেই বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, গত বছর ৩৭০ ধারা বাতিল করার আগে সতর্কতা স্বরূপ রাজনৈতিক নেতাদের আটক করা হয় ও গৃহবন্দী করে রাখা হয়। ধাপে ধাপে সবাই মুক্তি পেলেও চলতি সপ্তাহে ১৪ মাস বাদে ছাড়া পেলেন মেহবুবা মুফতি। আর মেহবুবা মুফতি ছাড়া পাওয়ার পরেই প্রতিবাদের আঁচ বাড়িয়ে তুললেন ভূস্বর্গের রাজনৈতিক নেতারা।